হোম > সারা দেশ > রংপুর

এবারের নির্বাচন দেশের ৫০ বছরের ভাগ্য নির্ধারণ করবে

উপদেষ্টা ফাওজুল কবির

প্রতিনিধি, দিনাজপুর

ফাইল ছবি

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে দেশের পরবর্তী ৫০ বছরের ভাগ্য নির্ধারণ হবে বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান।

শুক্রবার সকালে দিনাজপুরে সেনা ময়দানে ভোটের গাড়ির প্রচারণায় তিনি এ মন্তব্য করেন।

উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির বলেন, আগামী নির্বাচন কিন্তু আগের মতো বাঁধাধরা নির্বাচনের মতো নয়। আমাদের ৫০ বছরের ভাগ্য নির্ধারণ করবে। এটা পাঁচ বছরের জন্য নয়।

তিনি বলেন, এই নির্বাচনে একটি গণভোট রাখা হয়েছে। আপনি যদি সংস্কার চান, সংসদীয় গণতন্ত্র চান, ক্ষমতা কোনো এক জায়গায় কেন্দ্রীভূত না থেকে ক্ষমতার ভারসাম্য হোক, মানুষ যদি বিচার পায়, আপনারা সংস্কারের পক্ষে ভোট দেবেন। সংস্কারের পক্ষে মানে ‘হ্যা’ ভোট দেবেন। কিন্তু আপনি যদি মনে করেন সংস্কার চান না, তাহলে ‘না’ ভোট দেবেন। আপনাকে ভোট দিতে বাধ্য করতে পারবে না।

উপদেষ্টা বলেন, এই সংস্কারের জন্যই ১ হাজার ৪০০ মানুষ জীবন দিয়েছে। প্রায় ৩০ হাজার মানুষের অঙ্গহানি হয়েছে। আমরা তাদের সংস্কার বাস্তবায়ন করব। আমরা ‘হ্যাঁ’ ভোট দেব।

তিনি বলেন, এই যে জুলাই অভ্যুত্থান হয়েছিল; মানুষ ভোট দিতে পারেনি এর জন্য, কিংবা ভোটের হিসাব হয়নি ঠিকমতো, তারা যাদের নির্বাচিত করতে চেয়েছিলেন, তাদের নির্বাচিত হতে দেওয়া হয়নি।

উপদেষ্টা বলেন, আগামী ১২ ফেব্রুয়ারি নির্বাচন হবে সম্পূর্ণ ভিন্ন। আপনারা যাকে চাইবেন, তিনি যে দলেরই হোন না কেন, যে ধর্মের হোক না কেন, যেই বর্ণের হোন না কেন, যে গোত্রের হোন না কেন, তাকেই আমরা বিজয়ী হিসেবে দেখতে চাই।

এসআই

শিক্ষক নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁসে স্বেচ্ছাসেবক দল নেতা বহিষ্কার

তীব্র শীতে কোল্ড ইনজুরি, দুশ্চিন্তায় কৃষকরা

আ.লীগ নেতার বাড়িতে ওসির ‘গোপন বৈঠক’

ঠাকুরগাঁওয়ে ডিভাইসসহ ৩ পরীক্ষার্থী আটক

প্রশ্নপত্র ফাঁস: বিএনপি নেতাসহ ১১ জন আটক

এলপিজি গ্যাস সিন্ডিকেটের কবলে নীলফামারীর সাধারণ মানুষ

দেশের মানুষ নির্বাচনের অপেক্ষায় : মির্জা ফখরুল

তারাগঞ্জের চাকলা হিন্দু পল্লিতে জামায়াতের উঠান বৈঠক

সীমান্তে আইন অমান্য করে বিএসএফের সড়ক নির্মাণ, বিজিবির বাধা

প্রশ্ন ফাঁস চক্রের ২ সদস্য আটক