হোম > সারা দেশ > রংপুর

বলদিয়া বহুমুখী উচ্চ বিদ্যালয়ের অভিভাবক-শিক্ষার্থী সমাবেশ অনুষ্ঠিত

ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি

ভূরুঙ্গামারীর বলদিয়া বহুমুখী উচ্চ বিদ্যালয়ের অভিভাবক-শিক্ষার্থী সমাবেশ, গুনী শিক্ষক ও মেধাবী শিক্ষার্থীদের সম্মাননা প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার উপজেলার বলদিয়া বহুমুখী উচ্চ বিদ্যালয় মাঠে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে বলদিয়া বহুমূখী উচ্চ বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি নুরুল ইসলাম এর সভাপতিত্তে সমাবেশটি অনুষ্ঠিত হয়।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা প্রকৌশলী (এলজিইডি) ইনছাফুল হক সরকার, কচাকাটা থানার ওসি লুৎফর রহমান, ইউপি চেয়ারম্যান মোজাম্মেল হক, সোনাহাট ডিগ্রী মহাবিদ্যালয় অধ্যক্ষ বাবুল আক্তার, বলদিয়া ডিগ্রী কলেজের অধ্যক্ষ লুৎফর রহমান, কচাকাটা কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) রফিকুল ইসলাম’সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

সমাবেশে আলোচ্য অনুষ্ঠানে শিক্ষক জাফরুল ইসলামের সঞ্চালনায় বক্তব্য রাখেন- অত্র প্রতিষ্ঠানের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শাহীনুর বেগম, বলদিয়া ডিগ্রী কলেজের সভাপতি এফএম সাখাওয়াত হোসেন, অভিভাবক সদস্য ও সাবেক চেয়ারম্যান এবং প্রভাষক মোখলেছুর রহমান। বলদিয়া ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক ওয়ালিদুন নুর আকাশ, অভিভাবক আলমগীর হোসেন, মনছুর আলী প্রমুখ।

ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শাহীনুর বেগম তার স্বাগত বক্তব্যে বলেন, অতীতের যেকোনো সময়ের চেয়ে বর্তমান সভাপতির নেক দৃষ্টি ও ভূমিকায় শিক্ষার মান ও অবকাঠামোগত ব্যাপক উন্নতি হয়েছে।

সমাবেশে প্রায় ৯০০ শত জন উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে অত্র প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা কমিটির সভাপতি নুরুল ইসলামকে সংবর্ধনা ও সম্মাননা স্বারক প্রদান করা হয়। গুনী শিক্ষক মন্ডলী, মেধাবী শিক্ষার্থীদের পুরষ্কার ও সম্মাননা স্বারক প্রদান করা হয়। যাদের চিন্তা চেতনা ও ত্যাগের বিনিময়ে বিদ্যালয়টি প্রতিষ্ঠিত হয়েছিল এবং অত্র প্রতিষ্ঠানের মরহুম শিক্ষক কর্মচারীদের আত্মার শান্তি-মাগফেরাত কামনায় দোয়া ও মোনাজাত করা হয়।

জামায়াতে যোগ দিলেন বিএনপির ৩০ কর্মী

হাসপাতালে কেমন আছেন মুফতি মুহিব্বুল্লাহ মাদানী

ভাড়ায় এসে জমি দখলের চেষ্টা, যুবদলের দুই নেতা বহিষ্কার

দুই ভুয়া ডিবি পুলিশ আটক, থানায় সোপর্দ

সাঘাটায় নদী ভাঙনরোধ প্রকল্পের কাজে বাধার প্রতিবাদে মানববন্ধন

নভেম্বরের মধ্যে তিস্তা মহাপরিকল্পনা শুরুর দাবিতে অবস্থান কর্মসূচি

নিয়ন্ত্রণ হারিয়ে অটোকে বাসের ধাক্কা, যাত্রী নিহত

মানুষের অধিকার ও মর্যাদার নিশ্চয়তায় আমরা প্রতিশ্রুতিবদ্ধ

বগুড়ার জুলাই যোদ্ধা সাকিব যৌথ বাহিনীর হাতে গ্রেপ্তার

বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের সব ইউনিট বন্ধ, ৮ জেলায় ভয়াবহ লোডশেডিং