হোম > সারা দেশ > রংপুর

তিন দিন পর বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রে বিদ্যুৎ উপাদন শুরু

উপজেলা প্রতিনিধি, পাবর্তীপুর (দিনাজপুর)

দিনাজপুরের পার্বতীপুরে তিন দিন পর আবারও বড়পুকুরিযা তাপবিদ্যুৎ কেন্দ্রের প্রথম ইউনিটে বিদ্যুৎ উৎপাদন শুরু হয়েছে। গতকাল বুধবার রাত ৯টা ৩ মিনিট থেকে ইউনিটটিতে বিদ্যুৎ উৎপাদন শুরু হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের প্রধান প্রকৌশলী মো. আবু বক্কর সিদ্দিক। তিনি জানান, কেন্দ্রের প্রথম ইউনিটের বয়লারের টিউব ফেটে যাওয়ার কারণে গত ১৮ জানুয়ারি বেলা ১১টা ১৫ মিনিটে বিদ্যুৎ উৎপাদন বন্ধ হয়ে যায়। মেরামত কাজ শেষে বুধবার বেলা ৩টার দিকে বয়লারে ফায়ারিং শুরু করা হয় এবং রাত সাড়ে ৯টার দিকে পুনরায় উৎপাদনে ফেরা সম্ভব হয়।

তাপবিদ্যুৎ সূত্রে জানা যায়, বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের তিনটি ইউনিটের মধ্যে প্রথম ও দ্বিতীয় ইউনিটের উৎপাদন ক্ষমতা ১২৫ মেগাওয়াট করে এবং তৃতীয় ইউনিটের উৎপাদন ক্ষমতা ২৭৫ মেগাওয়াট। দ্বিতীয় ইউনিটটি যান্ত্রিক ত্রুটির কারণে ২০২০ সালের নভেম্বর থেকে বন্ধ রয়েছে। এছাড়া গত বছরের ১৬ অক্টোবর ২৭৫ মেগাওয়াটের তৃতীয় ইউনিটটিও উৎপাদন বন্ধ হয়ে যায়।

গত দুই মাসে প্রথম ইউনিটটি চারবার বন্ধ হয়েছে। গত বছরের ৬ ডিসেম্বর দুপুরে বন্ধ হওয়ার পর ১৩ ডিসেম্বর রাতে উৎপাদনে ফিরলেও ৩০ ডিসেম্বর পুনরায় বন্ধ হয়ে যায়। পরে ১৪ জানুয়ারি আবার উৎপাদনে আসলেও মাত্র চার দিন পর আবার বন্ধ হয়ে যায়, যার ফলে একপর্যায়ে তাপবিদ্যুৎ কেন্দ্রের তিনটি ইউনিটই বন্ধ হয়ে যায়।

প্রধান প্রকৌশলী আবু বক্কর সিদ্দিক আরো জানান, বর্তমানে প্রথম ইউনিটটি থেকে প্রতিদিন গড়ে ৫০ থেকে ৬০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করা হবে। ইউনিটটি সচল রাখতে প্রতিদিন প্রায় ৭০০ থেকে ৮০০ মেট্রিক টন কয়লার প্রয়োজন হবে। কেন্দ্রের ২৭৫ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন তৃতীয় ইউনিটটির মেরামত কাজ চলমান রয়েছে। সবকিছু ঠিক থাকলে আগামী মার্চ মাসের মাঝামাঝি সময়ে ইউনিটটি পুনরায় উৎপাদনে ফিরতে পারে বলে আশা করা হচ্ছে।

বিরলে বিএনপি প্রার্থীর নির্বাচনি প্রচার শুরু

আবারও বিএনপি থেকে বহিষ্কার স্বতন্ত্র প্রার্থী রানা

জাতীয় পার্টিকেই ‘না’ বলবে জনগণ: আখতার হোসেন

পালানো সেই যুবলীগ নেতার হ্যান্ডকাফ খুলে থানায় জমা দিলেন যুবদল নেতা

হ্যান্ডকাফ নিয়েই পালালো আবু সাইদ হত্যা মামলার আসামি

কুড়িগ্রামে অন্যতম একটা মডেল ইলেকশন করতে চাই

পিতার দায়েরকৃত মামলায় পুত্র গ্রেপ্তার

বিএনপিতে যোগ দিলেন ‘রামগঞ্জ ট্র্যাজেডি ও জুলাই হত্যা’ মামলার আসামি

জাপা নেতা রাঙ্গার বিরুদ্ধে দুদকের মামলা

আগাম জাতের সরিষায় বাম্পার ফলন, মাড়াইয়ে ব্যস্ত কৃষক