লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি) এর দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় দিঘলটারী বিওপির বিশেষ টহলদল দুটি সমন্বিত অভিযান পরিচালনা করে ভারতীয় গরু, জিরা, চিনি এবং বিভিন্ন প্রকার মালামাল জব্দ করেছে।
অন্যদিকে, ২১ নভেম্বর রাতে একই বিওপির আওতাধীন নামাটারী নামক স্থানে টহল পরিচালনাকালীন সন্দেহজনক ব্যক্তিকে বাইসাইকেলযোগে আসতে দেখে টহলদল তাকে চ্যালেঞ্জ করলে উক্ত ব্যক্তি বাইসাইকেল ফেলে দৌড়ে ভারতের দিকে পালিয়ে যায়। পরবর্তীতে ঘটনাস্থলে তল্লাশি করে ভারতীয় জিরা ১২ কেজি, চিনি ৩৮ কেজি, ফুসকা ১০ কেজি, কম্বল ১টিসহ উক্ত বাইসাইকেলটি জব্দ করা হয়
লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি) এর অধিনায়কের পক্ষ থেকে জানানো হয়, জব্দকৃত ভারতীয় গরু ০২টি, যার সিজার মূল্য ২,৫০,০০০ টাকা, জিরা ১২ কেজি, যার সিজার মূল্য ১২,০০০ টাকা, চিনি ৩৮ কেজি, যার সিজার মূল্য ৪,১৮০ টাকা, ফুসকা ১০ কেজি, যার সিজার মূল্য ২,৫০০ টাকা, কম্বল ১টি, যার সিজার মূল্য ৮,০০০ টাকা এবং বাইসাইকেল ১টি, যার সিজার মূল্য ৫,০০০ টাকাসহ সর্বমোট সিজার মূল্য ২ লক্ষ ৮১ হাজার ৬শত ৮০ টাকা। এ ধরনের ঘটনায় সংশ্লিষ্ট চোরাকারবারীদের পরিচয় শনাক্ত ও তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।
লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি) এর কমান্ডিং অফিসার লেফটেন্যান্ট কর্নেল মেহেদী ইমাম, পিএসসি বলেন, দেশের যুবসমাজকে মাদকমুক্ত রাখতে বিজিবি সর্বদা সতর্ক ও প্রস্তুত রয়েছে। চোরাচালান ও মাদক পাচার রোধে স্পর্শকাতর সীমান্ত এলাকাগুলোতে গোয়েন্দা নজরদারি ও টহল তৎপরতা আরও বৃদ্ধি করা হয়েছে।