হোম > সারা দেশ > রংপুর

সীমান্তে বিশেষ অভিযানে ভারতীয় গরুসহ চোরাই পণ্য জব্দ

জেলা প্রতিনিধি, লালমনিরহাট

লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি) এর দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় দিঘলটারী বিওপির বিশেষ টহলদল দুটি সমন্বিত অভিযান পরিচালনা করে ভারতীয় গরু, জিরা, চিনি এবং বিভিন্ন প্রকার মালামাল জব্দ করেছে।

অন্যদিকে, ২১ নভেম্বর রাতে একই বিওপির আওতাধীন নামাটারী নামক স্থানে টহল পরিচালনাকালীন সন্দেহজনক ব্যক্তিকে বাইসাইকেলযোগে আসতে দেখে টহলদল তাকে চ্যালেঞ্জ করলে উক্ত ব্যক্তি বাইসাইকেল ফেলে দৌড়ে ভারতের দিকে পালিয়ে যায়। পরবর্তীতে ঘটনাস্থলে তল্লাশি করে ভারতীয় জিরা ১২ কেজি, চিনি ৩৮ কেজি, ফুসকা ১০ কেজি, কম্বল ১টিসহ উক্ত বাইসাইকেলটি জব্দ করা হয়

লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি) এর অধিনায়কের পক্ষ থেকে জানানো হয়, জব্দকৃত ভারতীয় গরু ০২টি, যার সিজার মূল্য ২,৫০,০০০ টাকা, জিরা ১২ কেজি, যার সিজার মূল্য ১২,০০০ টাকা, চিনি ৩৮ কেজি, যার সিজার মূল্য ৪,১৮০ টাকা, ফুসকা ১০ কেজি, যার সিজার মূল্য ২,৫০০ টাকা, কম্বল ১টি, যার সিজার মূল্য ৮,০০০ টাকা এবং বাইসাইকেল ১টি, যার সিজার মূল্য ৫,০০০ টাকাসহ সর্বমোট সিজার মূল্য ২ লক্ষ ৮১ হাজার ৬শত ৮০ টাকা। এ ধরনের ঘটনায় সংশ্লিষ্ট চোরাকারবারীদের পরিচয় শনাক্ত ও তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি) এর কমান্ডিং অফিসার লেফটেন্যান্ট কর্নেল মেহেদী ইমাম, পিএসসি বলেন, দেশের যুবসমাজকে মাদকমুক্ত রাখতে বিজিবি সর্বদা সতর্ক ও প্রস্তুত রয়েছে। চোরাচালান ও মাদক পাচার রোধে স্পর্শকাতর সীমান্ত এলাকাগুলোতে গোয়েন্দা নজরদারি ও টহল তৎপরতা আরও বৃদ্ধি করা হয়েছে।

কৃষি ডিপ্লোমা শিক্ষার্থীদের মহাসড়ক অবরোধ, ক্লাস পরীক্ষা বর্জন

আ. লীগ নেতা-কর্মীদের বিএনপিতে যোগদান, সমালোচনার ঝড়

কাউনিয়ায় মাটি কাটায় ৫০ হাজার টাকা জরিমানা ভ্রাম্যমাণ আদালতের

বাবার কবরের পাশে শায়িত হলেন সুদানে নিহত শান্তিরক্ষী শহীদ সবুজ

সুদানে নিহত কুড়িগ্রামের দুই শান্তিরক্ষীর দাফন সম্পন্ন

তারাগঞ্জে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

নীলফামারীতে যুবলীগ সভাপতিসহ গ্রেপ্তার দুই

সীমান্তে বিজিবির হাতে বিএসএফ সদস্য আটক

হাদি হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার করে সর্বোচ্চ শাস্তির দাবি

পীরগাছায় আ. লীগ ও সহযোগী সংগঠনের ৫ জন গ্রেপ্তার