হোম > সারা দেশ > রংপুর

প্রশ্ন ফাঁস চক্রের ২ সদস্য আটক

রংপুর অফিস

ছবি: আমার দেশ।

রংপুরে প্রশ্নপত্র ফাঁসকারী চক্রের দুই সদস্যকে আটক করেছে মহানগর গোয়েন্দা পুলিশ। এসময় তাদের কাছ থেকে তিনটি মোবাইল ফোনসহ অত্যাধুনিক ডিজিটাল ডিভাইস উদ্ধার হয়েছে।

বৃহস্পতিবার (৮ জানুয়ারি) দুপুরের দিকে নগরীর পুলিশ লাইন সংলগ্ন ক্যাপ্টেন ব্যাকোলজি মোড় থেকে তাদের দু’জনকে আটক করা হয়। আটককৃতরা হলেন- রংপুরের মিঠাপুকুর উপজেলার কাফ্রিখাল এলাকার শরিফুল ইসলামের ছেলে গোলাম কিবরিয়া এবং গোপাল চন্দ্রের ছেলে সুমন চন্দ্র।

মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের উপ-পুলিশ কমিশনার সনাতন চক্রবর্তী সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান।

সনাতন চক্রবর্তী বলেন, একটি চক্র আধুনিক তথ্যপ্রযুক্তির মাধ্যমে প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষায় জালিয়াতির চেষ্টা করছে। এর ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে ওই দু’জনকে আটক করা হয়। তাদের কাছ থেকে ডিজিটাল ডিভাইস ও মোবাইল ফোন জব্দ করা হয়েছে।

তিনি আরো বলেন, ‘প্রাথমিক জিজ্ঞাসাবাদে ওই দু’জন স্বীকার করেছেন যে তারা ডিজিটাল ডিভাইস সরবরাহের লক্ষ্যে সেখানে অবস্থান করছিলেন। তাদেরকে আরো জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তাদের কাছ থেকে আমরা গুরুত্বপূর্ণ সূত্র পাচ্ছি।’

আটক দু’জনের সাথে প্রশ্নপত্র ফাঁসকারী চক্রের বড় একটি সিন্ডিকেট জড়িত থাকতে পারে জানান এই পুলিশ কর্মকর্তা। এ কারণে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে তাদেরকে সঙ্গে নিয়ে অভিযান পরিচালনা করা হবে।

তীব্র শীতে কোল্ড ইনজুরি, দুশ্চিন্তায় কৃষকরা

আ.লীগ নেতার বাড়িতে ওসির ‘গোপন বৈঠক’

ঠাকুরগাঁওয়ে ডিভাইসসহ ৩ পরীক্ষার্থী আটক

প্রশ্নপত্র ফাঁস: বিএনপি নেতাসহ ১১ জন আটক

এলপিজি গ্যাস সিন্ডিকেটের কবলে নীলফামারীর সাধারণ মানুষ

দেশের মানুষ নির্বাচনের অপেক্ষায় : মির্জা ফখরুল

তারাগঞ্জের চাকলা হিন্দু পল্লিতে জামায়াতের উঠান বৈঠক

এবারের নির্বাচন দেশের ৫০ বছরের ভাগ্য নির্ধারণ করবে

সীমান্তে আইন অমান্য করে বিএসএফের সড়ক নির্মাণ, বিজিবির বাধা

উত্তরাঞ্চলে তারেক রহমানের সফর ঘিরে উজ্জীবিত বিএনপি