হোম > সারা দেশ > রংপুর

নির্বাচন সামনে রেখে সীমান্তে কঠোর অবস্থানে বিজিবি

জেলা প্রতিনিধি, লালমনিরহাট

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে লালমনিরহাটের সীমান্ত এলাকায় বিশেষ টহল ও নজরদারি জোরদার করেছে সীমান্তরক্ষী বাহিনী বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

বিষয়টি নিশ্চিত করেছেন রংপুর ব্যাটালিয়ন (৫১ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল সেলিম আল দীন। তিনি বলেন, বিজিবি) কর্তৃক সীমান্ত এলাকায় বিশেষ টহল,কঠোর নজরদারি ও গোয়েন্দা তৎপরতা জোরদার করা হয়েছে।

এদিকে বিজিবির পক্ষ থেকে সীমান্তে কঠোর নিরাপত্তাব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এছাড়া সীমান্তের অরক্ষিত এলাকায় বাড়তি নজরদারি ও সতর্কতার পরামর্শও দেওয়া হয়েছে। আসন্ন নির্বাচন সামনে রেখে বিভিন্ন অসাধু চক্র ও মাদক-চোরাকারবারীরা যাতে সীমান্ত এলাকা দিয়ে মাদক চোরাচালান কিংবা অবৈধ অনুপ্রবেশ করতে না পারে, সে জন্য রংপুর ব্যাটালিয়নের (৫১ বিজিবি) দায়িত্বপূর্ণ লালমনিরহাট জেলার পাটগ্রাম উপজেলার সীমান্ত এলাকায় নিয়মিত টহল, বিশেষ টহল এবং একাধিক বিওপির সমন্বয়ে সমন্বিত টহল (হুলিয়া টহল) পরিচালনার মাধ্যমে সীমান্তে কঠোর নজরদারি বাড়ানো হয়েছে।

এছাড়া, বর্তমান পরিস্থিতি বিবেচনায় বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে বিজিবির অস্থায়ী চেকপোস্ট স্থাপনের মাধ্যমে চেকিং কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।

কার্যক্রমগুলোর পাশাপাশি সীমান্ত এলাকায় অধীনস্থ বিওপিসমূহ কর্তৃক স্থানীয় জনসাধারণের মাঝে জনসচেতনতামূলক সভা পরিচালনার মাধ্যমে আসন্ন নির্বাচন সামনে রেখে অসাধু চক্র যাতে যেকোনো ধরনের অপরাধ সংঘটিত না করতে পারে, সে ব্যাপারে গণ্যমান্য, জনপ্রতিনিধি এবং সকল স্তরের জনগণকে তথ্য দিয়ে বিজিবিকে সহায়তার আহ্বান জানানো হচ্ছে। পাশাপাশি সীমান্তে যেকোনো ধরনের আন্তঃসীমান্ত অপরাধ প্রতিরোধে সবাইকে সচেতন হওয়ার জন্যও নিয়মিত নির্দেশনা দেওয়া হচ্ছে।

তাছাড়া, দায়িত্বপূর্ণ সীমান্তের বিপরীতে অবস্থিত প্রতিপক্ষ বিএসএফের সঙ্গে সুষ্ঠু সমন্বয় বজায় রাখা হচ্ছে। এ ব্যাপারে বিভিন্ন পর্যায়ে অনুষ্ঠিত পতাকা বৈঠকে ভারত পার্শ্বে সম্ভাব্য দুষ্কৃতিকারীদের ওপর নজরদারী বাড়ানোসহ সীমান্তে পারস্পরিক যৌথ টহল পরিচালনার মাধ্যমে মাদক পাচার, অবৈধ অনুপ্রবেশসহ সম্ভাব্য চোরাচালান রোধে একসঙ্গে কাজ করার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করা হচ্ছে।

বিজিবি সূত্র আরো জানায়, আসন্ন জাতীয় সংসদ নির্বাচন শান্তিপূর্ণ ও সুষ্ঠুভাবে সম্পন্ন করতে এবং সীমান্ত এলাকার সার্বিক স্থিতিশীলতা বজায় রাখতে নিয়মিত টহল কার্যক্রম, গোয়েন্দা নজরদারি ও জনসচেতনতামূলক কার্যক্রম অব্যাহত থাকবে।

এ ব্যাপারে রংপুর ব্যাটালিয়ন (৫১ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল সেলিম আল দীন অবৈধ অনুপ্রবেশ ও মাদক পাচাররোধে বিজিবি সর্বদা সতর্ক ও প্রস্তুত রয়েছে। স্পর্শকাতর সীমান্ত এলাকাগুলোতে গোয়েন্দা নজরদারি ও টহল তৎপরতা বাড়ানো হয়েছে।

এসআই

চিরিরবন্দর উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক গ্রেপ্তার

গাইবান্ধা-৫ আসনে মনোনয়ন বৈধ ৭, বাতিল ৪ জনের

কুড়িগ্রামে বইছে শৈত্যপ্রবাহ, জনজীবন বিপর্যস্ত

ডেভিল হান্ট অভিযানে আ.লীগ ওয়ার্ড সভাপতি গ্রেপ্তার

শীতের দাপটে কাঁপছে বিপর্যস্ত জনজীবন

নীলফামারী-৪ আসনে স্বতন্ত্র ৪ প্রার্থীর মনোনয়ন বাতিল

জাতীয় পার্টির মনোনয়নের বৈধতার ক্ষেত্রে আখতারের আপত্তি

সীমান্তে বিএসএফের ব্রিজ নির্মাণের চেষ্টা রুখে দিল বিজিবি

জামাইয়ের গাড়ি চাপায় শ্বশুরের মৃত্যু

আত্মগোপনে থাকা যুবলীগ নেতা তারাপদ গ্রেপ্তার