নীলফামারী জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের অভিযানে একটি চাঁদাবাজ চক্রের সক্রিয় সদস্য মামুন শেখ ওরফে জঙ্গী মামুন ওরফে ভাইরাল মামুন (২৫) কে গ্রেপ্তার করা হয়েছে। তিনি নীলফামারী সদর উপজেলার ইটাখোলা মাস্টারপাড়া এলাকার বাসিন্দা।
পুলিশ জানায়, গত ২৫ জানুয়ারি বিকেল আনুমানিক ৪টার দিকে নীলফামারী পৌরসভার বড় মাঠের পূর্ব পাশে এক দম্পতির ওপর চাঁদাবাজি ও নির্যাতনের ঘটনা ঘটে। অভিযোগকারী তাপস রায় (২২) তার স্ত্রী আশা রায় (১৯)-এর সঙ্গে বসে কথা বলার সময় মামুনসহ কয়েকজন দুর্বৃত্ত তাদের ঘিরে ধরে অবৈধভাবে আটক করে ৫ হাজার টাকা চাঁদা দাবি করে।
চাঁদা দিতে অস্বীকৃতি জানালে অভিযুক্তরা তাপস রায়কে মারধর করে এবং সেই দৃশ্য মোবাইলে ধারণ করে। এ সময় তার স্ত্রী বাধা দিতে এগিয়ে এলে তাকে যৌন নিপীড়নের উদ্দেশ্যে শারীরিকভাবে হেনস্থা করা হয়। পরে ধারণকৃত ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে দম্পতিকে ব্ল্যাকমেইল করা হয়।
ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়। দিনের আলোতে একটি গুরুত্বপূর্ণ শিক্ষা প্রতিষ্ঠানের ভেতরে এমন ঘটনার কারণে শিক্ষার্থী, অভিভাবক ও সচেতন মহলে তীব্র ক্ষোভ ও উদ্বেগ দেখা দেয়।
ঘটনার গুরুত্ব বিবেচনায় নীলফামারীর পুলিশ সুপার জেলা গোয়েন্দা শাখা ও সদর থানা পুলিশকে দ্রুত তদন্ত ও আইনানুগ ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন। এরই ধারাবাহিকতায় এসআই (নিঃ) রাসেল শেখের নেতৃত্বে একটি আভিযানিক দল তথ্যপ্রযুক্তির সহায়তায় অভিযান পরিচালনা করে।
গত ৩০ জানুয়ারি সন্ধ্যা সাড়ে ৭টার দিকে সদর উপজেলার চড়াইখোলা বটতলী বাজার সংলগ্ন কবরস্থান এলাকা থেকে মামুনকে গ্রেপ্তার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি স্বীকার করেন, তার নেতৃত্বে চক্রটি এর আগেও বড় মাঠ এলাকায় দর্শনার্থীদের টার্গেট করে চাঁদাবাজি, ছিনতাইসহ বিভিন্ন অপরাধে জড়িত ছিল।
এ ঘটনায় জড়িত অন্যান্য আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে বলে জানানো হয়েছে।