সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে আগামী ৪ ফেব্রুয়ারি নির্বাচনি জনসভা করতে লালমনিরহাটের হাতীবান্ধায় আসছেন জামায়াতের আমির ডা. শফিকুর রহমান। ওই দিন লালমনিরহাট-১ আসনের ‘দাঁড়িপাল্লা’ প্রতীকের নির্বাচনি জনসভায় অংশ নেওয়ার কথা রয়েছে তার।
শুক্রবার লালমনিরহাট-১ (পাটগ্রাম ও হাতীবান্ধা) আসনে দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী জামায়াতের কেন্দ্রীয় কমিটির শিল্প ও বাণিজ্যবিষয়ক ভাইস প্রেসিডেন্ট আনোয়ারুল ইসলাম রাজু এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, জামায়াতের আমির ডা. শফিকুর রহমান আগামী ৪ ফেব্রুয়ারি হাতীবান্ধায় বিশাল জনসভায় ভাষণ দেবেন। জনসভার স্থান এখনো চূড়ান্ত করা হয়নি, সিদ্ধান্ত নিয়ে পরে জানানো হবে ।
জেলা জামায়াতের আমির ও লালমনিরহাট-৩ আসনের ‘দাঁড়িপাল্লা’ প্রতীকের প্রার্থী অ্যাডভোকেট আবু তাহের জানান, আগামী ৪ ফেব্রুয়ারি সকাল ১০টায় হাতীবান্ধায় নির্বাচনি জনসভায় প্রধান অতিথি হিসেবে গুরুত্বপূর্ণ বক্তব্য দেবেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।
এ ছাড়া ‘দাঁড়িপাল্লা’ প্রতীকে ভোট চেয়ে গণসংযোগ করার কথা রয়েছে তার। শান্তিপূর্ণভাবে আমিরের নির্বাচনি জনসভা বাস্তবায়নে এরই মধ্যে প্রস্তুতি নেওয়া হয়েছে।