হোম > সারা দেশ > রংপুর

জামায়াতে যোগ দিলেন বিএনপির উপদেষ্টাসহ দুই শতাধিক নেতাকর্মী

উপজেলা প্রতিনিধি, পাটগ্রাম (লালমনিরহাট)

লালমনিরহাটের পাটগ্রাম উপজেলায় জামায়াতে যোগ দিয়েছেন বিএনপির দুই শতাধিক নেতাকর্মী। উপজেলার বুড়িমারী ইউনিয়ন বিএনপির উপদেষ্টা রেজওয়ান হোসেন ও কৃষক দলের বহিস্কারকৃত ১ নং ওয়ার্ড সাধারণ সম্পাদক আব্দুল মান্নানসহ প্রায় দুই শতাধিক নেতাকর্মী যোগদেন। এর আগে ইউনিয়ন বিএনপির উপদেষ্টা রেজওয়ান হোসেন জামায়াতের যোগদানের খবর পেলে পাটগ্রাম উপজেলা বিএনপির এক প্রেস বিজ্ঞপ্তিতে ১৭ ডিসেম্বর রাতে বহিষ্কার করা হয়।

বৃহস্পতিবার দুপুরে বুড়িমারী ইউনিয়নে হাসর উদ্দিন হাই স্কুলের পাশে রেজওয়ান হোসেনের বাড়ির উঠানে এ যোগদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

এ সময় উপস্থিত থেকে জামায়াতে যোগদানকৃতদের ফুল দিয়ে স্বাগত জানান লালমনিরহাট- ১ আসনে জামায়াত প্রার্থী আনোয়ারুল ইসলাম রাজু। উপস্থিত ছিলেন জামায়াতের উপজেলা আমির সোয়াইপ আহমেদ, জামায়াতের পৌর আমির সোহেল রানা জামায়াতের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা ।

রেজওয়ান হোসেন বলেন, আমি দীর্ঘদিন ধরে বিএনপিতে ছিলাম পরবর্তীতে তাদের কর্মকাণ্ড দেখে জামায়াতে যোগদান করার সিদ্ধান্ত নেই এমন খবর উপজেলা বিএনপি পেলে গত রাতে আমাকে বহিস্কার চিঠি পাঠায়। তবে আজকে আমি জামায়াতে‌ যোগ দেই এবং আমাদের এই যোগদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয় এখানে প্রায় ২ শতাধিক নেতাকর্মী জামায়াতে যোগদান করেন ইনশাআল্লাহ জামায়াতের সকল কর্মকাণ্ড ইসলামের জন্য হবে ।

তবে উপজেলা বিএনপির সভাপতি সপিকার রহমান ও সাধারণ সম্পাদক ওয়ালিউর রহমান সোহেল এর স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তি দেখা যায় বিএনপি‌ দলের ভাবমূর্তি ক্ষুণ্ন ও দলের শৃঙ্খলা ভঙ্গের কারণ গত রাতে তাকে বহিষ্কার করা হয়েছে ।

ওসমান হাদির মৃত্যুতে পাটগ্রামে বিএনপির বিক্ষোভ মিছিল

ওসমান হাদির মৃত্যুর সংবাদে নবাবগঞ্জে আগুন জ্বালিয়ে বিক্ষোভ

ওসমান হাদির মৃত্যুতে পাটগ্রামে জামায়াতের বিক্ষোভ মিছিল

নবাবগঞ্জে ট্রলি চাপায় চালক নিহত

কাউনিয়ায় জেলা প্রশাসকের মতবিনিময় সভায় স্বেচ্ছাসেবক লীগ নেতা

ঠাকুরগাঁও-১ আসন, মির্জা ফখরুলের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ

রংপুরে ‘ডেভিল হান্ট ফেজ-২’র অভিযানে গ্রেপ্তার ৬৭

কোচাশহরে শীতবস্ত্র তৈরিতে ব্যস্ত ৮০ হাজার কারিগর

অবৈধভাবে পুলিশ ক্যাডারে আ.লীগ নেতার বোন রাজিয়া

সাঘাটায় জামায়াত প্রার্থীর মনোনয়নপত্র সংগ্রহ