হোম > সারা দেশ > সিলেট

সিলেটের উন্নয়ন কাজ দ্রুত না হলে ডিসি-এসপি অফিসেই ঘুমাতে হবে: আরিফুল

জেলা প্রশাসকের আশ্বাসে গণঅবস্থান প্রত্যাহার

সিলেট ব্যুরো

সিলেটের সাথে বঞ্চনা ও উন্নয়ন বৈষম্যের অভিযোগ এনে সিলেটের সাবেক মেয়র আরিফুল হক চৌধুরী ডাকে অবস্থান কর্মসূচিতে ব্যাপক সাড়া দিয়েছে নগরবাসী। কর্মসূচিতে অংশ নিতে নানা শ্রেণি পেশার শত শত মানুষ নগরীর প্রধান রাস্তায় এসে জড়ো হন।

রোববার সকাল থেকে শুরু হয় হয় এই গণ-অবস্থান কর্মসূচি। প্রথমে সিটি পয়েন্টে এ কর্মসূচি শুরু হলেও পরে জেলা প্রশাসক, পুলিশ সুপার, জেলা পরিষদ অফিসের ফটক বন্ধ করে সুরমা পয়েন্ট পর্যন্ত বিক্ষোভকারীরা অবস্থান নেন। ফলে এসব অফিস ও আশপাশের রাস্তায় যান চলাচল বন্ধ হয়ে যায়। রাস্তায় সকাল থেকে অবস্থান গ্রহণ করায় অবরুদ্ধ অবস্থায় পড়ে সিলেট নগরীর কেন্দ্রস্থল। বেলা ৫টা পর্যন্ত অবস্থান কর্মসূচি চলে।

এ কর্মসূচিতে বিভিন্ন সামাজিক, রাজনীতিবিদ ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ অংশ নিয়েছেন। সড়কেই দুপুরের নামাজ আদায় করেছেন তারা।

আরিফর হক চৌধুরী জানিয়েছেন, দাবি পূরণে সুনির্দিষ্ট আশ্বাস না পেলে এ কর্মসূচি চালিয়ে যাবেন।‘দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা ঘরে ফিরে যাব না।’

তিনি বলেন, সরকারের কিছুসংখ্যক আমলা চরম সিলেট বিদ্বেষী। তারা সিলেটের কোন উন্নয়ন প্রকল্প গেলেই আটকে দেন। তাদের বিরুদ্ধেই আমাদের আজকের এই অবস্থান। আমাদের দাবি একটাই- সিলেটের উন্নয়ন।

আরিফুল হক বলেন, সিলেটের উন্নয়ন কাজ দ্রুত না হলে এখানকার ডিসি, এসপিকে অফিসেই ঘুমাতে হবে। সোজা আঙুলে ঘি না উঠলে আঙুল বাঁকা করতে জানি।

এ কর্মসূচি সফলে শনিবার (১ নভেম্বর) সন্ধ্যায় নগরীর হজরত শাহজালাল (রহ.)–এর দরগাহ এলাকা থেকে মশালমিছিল বের করা হয়। বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে নগরের চৌহাট্টা এলাকার সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে শেষ হয়

নগরীর কোর্ট পয়েন্টে অনুষ্ঠিত গণঅবস্থান ধর্মঘটে তিনি বলেন, প্রয়োজনে আমরা সিলেটবাসীকে নিয়ে, বিছানা নিয়ে সরকারি কর্তাব্যক্তিদের বাসভবনের সামনে অবস্থান করব। যাতে তারা বের হতে না পারেন।’

তিনি বলেন, আমাদের আন্দোলন সিলেটের জন্য। এটা কোনো লোক দেখানো আন্দোলন মনে করলে ভুল করবেন। সিলেটের উন্নয়নবৈষম্য ও সরকারি প্রকল্পে অবহেলার প্রতিবাদেই এই অরাজনৈতিক আন্দোলন গড়ে তোলা হয়েছে। সামগ্রিক পরিস্থিতি নিয়ে এখন সিলেটের মানুষের দাবি আদায়ের জন্য আন্দোলনে নেমে এসেছে। এ ছাড়া আর কোনো উপায় নেই। তাই দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা ঘরে ফিরে যাব না।

তিনি বলেন, আমরা আমাদের ন্যায্য হিস্যা চাই। সন্তানদের নিয়ে শান্তিতে বসবাস করতে পারি না, যাতায়াত করতে পারি না—গ্যাস, বিদ্যুৎ, পানি কিছুই ঠিকমতো পাই না। এসব অনেক হয়েছে, আর সহ্য করা হবে না।

তিনি অভিযোগ করেন, দেশের অন্যান্য অঞ্চলে উন্নয়ন হলেও সিলেট দীর্ঘদিন ধরে উপেক্ষিত। “আমরা রোহিঙ্গা নই, সিলেট রোহিঙ্গা ক্যাম্পও নয়। চট্টগ্রাম, রাজশাহী, খুলনায় উন্নয়ন হচ্ছে, কিন্তু সিলেটে হচ্ছে না—এটা অন্যায় বৈষম্য,” বলেন তিনি।

ভবিষ্যতে আরও কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দিয়ে সাবেক মেয়র বলেন, “সিলেট থেকে আওয়াজ উঠলে তা সারা দুনিয়ায় পৌঁছায়। বিশ্বের যেখানেই সিলেটিরা আছেন, তারা এই আন্দোলনে যুক্ত হবেন।”

গণঅবস্থান কর্মসূচিতে উপস্থিত হয়ে জেলা প্রশাসকের আশ্বাস গণঅবস্থান কর্মসূচির শেষ পর্যায়ে বিকেল পৌনে ৫টার দিকে সিলেটের জেলা প্রশাসক সারওয়ার আলম কর্মসূচিতে উপস্থিত হয়ে দাবি দাওয়ার সাথে ঐকমত্য পোষণ করে সিলেটের যত প্রকল্প আছে তা দ্রুত বাস্তবায়ন করা হবে আশ্বাস দেন।

এ সময় লিখিত দাবির কপি জেলা প্রশাসকের নিকট হস্তান্তর করেন সাবেক মেয়র আরিফুল হক চৌধুরী।

জেলা প্রশাসক বলেন, ঢাকা-সিলেট মহাসড়কের জমি দ্রুত অধিগ্রহণের কাজ চলছে, পানি সমস্যার সমাধান ছাড়াও এয়ার লাইন্সের টিকের আপডাউন করা নিয়ে সরকার একটি আইন করতে যাচ্ছে, আগামী ডিসেম্বরের মধ্যে সিলেটে আরো একটি ফ্লাইট চালু হবে।

জেলা প্রশাসক বলেন, রেল লাইন সংস্কারে এমন একটি পরিকল্পনা গ্রহণ করতে হবে যাতে আগামী শত বছরের জন্য সিলেটের মানুষ আন্দোলন না করতে হয়।

তিনি বলেন, টেকসই উন্নয়ন করতে কাজ করে যাচ্ছে সরকার। পরিবেশ রক্ষা ও উন্নয়ন নিশ্চিত করে সাসটেইনেবল ডেভেলপমেন্ট উন্নয়ন করতে হবে। সিলেটের পর্যটন শিল্প নিয়ে সরকারের মহা-পরিকল্পনা রয়েছে। এটি বাস্তবায়ন হলে সিলেটবাসী উপকৃত হবে। জেলা প্রশাসকের আশ্বাসের পর বিকেল ৫টায় কর্মসূচিরে সমাপ্তি ঘোষণা করা হয়।

নৈতিক শিক্ষা ছাড়া জাতি উন্নত হতে পারে না: গণশিক্ষা উপদেষ্টা

সীমান্তে স্থানীয়দের ধাওয়া খেয়ে পালালো বিএসএফ

সড়কে ঝরলো বাবা-মেয়ের প্রাণ, চালকের ফাঁসির দাবিতে উত্তাল ওসমানীনগর

সিলেটে সিপিবি-বাসদের ২৩ নেতাকর্মী আটক

আমার দেশ প্রতিনিধির ওপর হামলার প্রতিবাদে সমাবেশ

বাসার ছাদে আ.লীগ নেতার রহস্যজনক মৃত্যু

দুই শিশুর ঝগড়ার জেরে গ্রামবাসীর সংঘর্ষ, আহত অর্ধশতাধিক

ব্যাটারিচালিত রিকশা চালুর দাবিতে সিলেটে শ্রমিকদের সমাবেশ-অবরোধ

পুলিশ হেফাজত থেকে ১৫০ লিটার মদসহ তিন মোটরসাইকেল উধাও

দিনভর পাঠদান বন্ধ রেখে ভোট চাইলেন দাঁড়িপাল্লার