হোম > সারা দেশ > সিলেট

সিলেট বিভাগের বিএনপি প্রার্থীদের অভিনন্দন জানালেন হুমায়ুন কবির

তাহসিনা রুশদীর লুনাসহ

উপজেলা প্রতিনিধি, ওসমানীনগর (সিলেট)

সিলেট-২ আসনে বিএনপি মনোনীত প্রার্থী হিসেবে ইলিয়াসপত্নী তাহসিনা রুশদীর লুনাসহ সিলেট বিভাগের মনোনয়নপ্রাপ্ত সকল প্রার্থীদের প্রতি আন্তরিক অভিনন্দন জানিয়েছেন বিএনপির যুগ্ম মহাসচিব ও তারেক রহমানের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির।

একই সঙ্গে তিনি মনোনয়ন না পাওয়া বা অপেক্ষমাণ তালিকায় থাকা মনোনয়ন প্রত্যাশীদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, রাজনীতিতে প্রতিযোগিতা স্বাভাবিক বিষয়। দলের সিদ্ধান্তের প্রতি শ্রদ্ধা ও আনুগত্য প্রদর্শনই একজন দায়িত্বশীল নেতার পরিচায়ক।

৩ নভেম্বর সোমবার সন্ধ্যা সাড়ে ৮টার দিকে তিনি মুঠোফোনে এক প্রতিক্রিয়ায় এসব কথা বলেন।

হুমায়ুন কবির বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে বিএনপি সরকার গঠন করলে তিনি দেশ ও জাতির সার্বিক উন্নয়নের পাশাপাশি বৃহত্তর সিলেটের অগ্রযাত্রায় বলিষ্ঠ ভূমিকা রাখবেন। একই সঙ্গে নিজের এলাকা ওসমানীনগর ও বিশ্বনাথের উন্নয়নেও বিশেষ নজর ও অগ্রাধিকার প্রদান করবেন।

নিজের রাজনৈতিক দায়িত্ব ও মনোনয়ন প্রসঙ্গে তিনি বলেন,আসন্ন জাতীয় নির্বাচনে দলের কার্যক্রমে গুরুত্বপূর্ণ ভূমিকা পালনের লক্ষ্যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আমাকে জাতীয় রাজনীতিতে আরও তাৎপর্যপূর্ণ দায়িত্ব পালনে দিকনির্দেশনা দিয়েছেন। এই আস্থা ও নির্দেশনাই আমাদের অনুপ্রেরণার উৎস যা আমাদের ঐক্যবদ্ধভাবে নির্বাচনের বৈতরণী পাড়ি দিতে শক্তি যোগাবে।

দলীয় নেতা-কর্মী ও সমর্থকদের প্রতি ঐক্যের আহ্বান জানিয়ে হুমায়ুন কবির আরও বলেন,যে কোনো মূল্যে আমাদের ঐক্য অটুট রাখতে হবে। গণতন্ত্র পুনরুদ্ধারের চূড়ান্ত লড়াইয়ে আমাদের জয়ী হতেই হবে। সবাইকে ধানের শীষের পক্ষে একযোগে কাজ করতে হবে—এটাই সময় মাঠে নামার।

মনোনয়ন না পাওয়া প্রার্থীদের উদ্দেশে তিনি বিশেষ বার্তায় বলেন, বিএনপি সরকার গঠন করলে দল সকল ত্যাগী ও পরীক্ষিত নেতাদের যথাযথ মূল্যায়ন করবে। দলের প্রতিটি ত্যাগ, পরিশ্রম ও অবদানই সম্মানের সঙ্গে বিবেচিত হবে।

জকিগঞ্জে সুরমার ভয়াবহ ভাঙনে বিপন্ন জনজীবন‎

অবৈধ বালু পরিবহনের দায়ে শতাধিক বারকি নৌকা ধ্বংস

জকিগঞ্জ সীমান্তে ফসল নষ্ট, দুঃখ প্রকাশ-ক্ষতিপূরণের আশ্বাস বিএসএফের

আমার দেশ প্রতিনিধির ওপর হামলা, হত্যা চেষ্টার মামলা

নিজ বাড়িতে আ.লীগ নেতা খুন, পুত্রের তিন দিনের রিমান্ড

নৈতিক শিক্ষা ছাড়া জাতি উন্নত হতে পারে না: গণশিক্ষা উপদেষ্টা

সিলেটের উন্নয়ন কাজ দ্রুত না হলে ডিসি-এসপি অফিসেই ঘুমাতে হবে: আরিফুল

সীমান্তে স্থানীয়দের ধাওয়া খেয়ে পালালো বিএসএফ

সড়কে ঝরলো বাবা-মেয়ের প্রাণ, চালকের ফাঁসির দাবিতে উত্তাল ওসমানীনগর

সিলেটে সিপিবি-বাসদের ২৩ নেতাকর্মী আটক