সুনামগঞ্জ-১ (ধর্মপাশা-মধ্যনগর-তাহিরপুর-সুনামগঞ্জ) আসনে বিএনপির প্রার্থী কামরুজ্জামান কামরুল বলেছেন, তিনি ক্ষমতায় গেলে এই আসনকে মাদকমুক্ত এলাকা হিসেবে গড়ে তুলব। এই এলাকা থেকে মাদক ব্যবসায়ীদের চিরতরে উৎখাত করার প্রতিশ্রুতি দেন তিনি।
সোমবার বিকেলে মধ্যনগর উপজেলার বংশীকুন্ডা দক্ষিণ ইউনিয়নের সাতুর বাজারে আয়োজিত এক পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
কামরুল বলেন, মাদক আমাদের জন্য অভিশাপ। মাদক যুব সমাজকে ধ্বংসের দিকে টেলে দেয়। মাদক থেকে কিশোর ও যুবকদের বিরত রাখতে সামাজিক কাজ বৃদ্ধির পাশাপাশি খেলাধুলায় আগ্রহী করতে উদ্যেগ নেওয়া হবে। সুনামগঞ্জে পর্যটনের অপার সম্ভাবনা রয়েছে। পর্যটন খাতের উন্নয়ন হলে দেশ-বিদেশ থেকে বিপুল সংখ্যক পর্যটক এখানে আসবে। এর ফলে স্থানীয় মানুষের কর্মসংস্থান সৃষ্টি হবে এবং এলাকার আর্থিক সচ্ছলতা বৃদ্ধি পাবে।
তিনি আরো বলেন, হাওরবাসীর ভাগ্য পরিবর্তনই বিএনপির রাজনীতির মূল লক্ষ্য। বিএনপি ক্ষমতায় এলে হাওরাঞ্চলের শিক্ষা, স্বাস্থ্যসেবা ও যোগাযোগ ব্যবস্থায় যুগান্তকারী পরিবর্তন আনা হবে। পাশাপাশি কৃষি ব্যবস্থাকে আধুনিক ও প্রযুক্তিনির্ভর করতে কার্যকর উদ্যোগ নেওয়া হবে।
দেশের বৃহত্তর স্বার্থে আগামী দিনে বিএনপিকে বিজয়ী করতে সকলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে তিনি ধানের শীষের পক্ষে ঘরে ঘরে গিয়ে ভোট চাওয়ার জন্য নেতাকর্মীদের প্রতি অনুরোধ জানান।
পথসভায় স্থানীয় ভোটার ও সমর্থকদের পাশাপাশি উপজেলা বিএনপি,যুবদল,ছাত্রদল এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।