হোম > সারা দেশ > সিলেট

জাতীয় পার্টি নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ

উপজেলা প্রতিনিধি, ওসমানীনগর (সিলেট)

গণঅধিকার পরিষদের সভাপতি ভিপি নুরুল হক নুরের ওপর হামলার প্রতিবাদে সিলেটের ওসমানীনগর উপজেলায় বিক্ষোভ মিছিল ও পথসভা করেছে গণঅধিকার পরিষদের নেতাকর্মীরা। এ সময় তারা জাতীয় পার্টির রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধের দাবি জানান।

শনিবার দুপুর দেড়টায় ওসমানীনগর তাজপুর কদমতলা শেরাটন পার্টি সেন্টার থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি প্রধান সড়ক প্রদক্ষিণ করে তাজপুর বাজারে এসে সংক্ষিপ্ত পথসভায় মিলিত হয়।

গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক এবং প্রবাসী অধিকার পরিষদ যুক্তরাজ্য শাখার সভাপতি ও সিলেট-২ আসনের সংসদ সদস্য মনোনীত প্রার্থী জামান সিদ্দিকী এই বিক্ষোভের নেতৃত্ব দেন। পথসভায় সভাপতিত্ব করেন উপজেলা গণঅধিকার পরিষদের আহ্বায়ক ডা. আজমল আলী আতিক।

সদস্য সচিব মাহিদুল ইসলাম চৌধুরী রাজুর সঞ্চালনায় বক্তারা বলেন, ভিপি নুর দেশের তরুণ সমাজের কাছে আশা ও ভরসার প্রতীক। তার ওপর এই হামলা শুধুমাত্র একজন রাজনীতিবিদকে আঘাত নয়, এটি মতপ্রকাশের স্বাধীনতা, গণতন্ত্র এবং দেশপ্রেমিক তরুণদের কণ্ঠরোধ করার একটি ঘৃণ্য চেষ্টা। তারা এই হামলার সঙ্গে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। একই সঙ্গে এই ধরনের হামলাকে উৎসাহিত করার অভিযোগে জাতীয় পার্টির রাজনীতি অবিলম্বে নিষিদ্ধ করার দাবিও জানান তারা।

বক্তারা সরকারের প্রতি সতর্কবার্তা দিয়ে বলেন, যারা ভিপি নুরের মতো সাহসী কণ্ঠকে দমন করে ক্ষমতায় থাকতে চায়, তাদের দিন শেষ হয়ে আসছে। তারা দেশের স্বার্থে, গণতন্ত্র রক্ষা এবং জবাবদিহিমূলক শাসন ব্যবস্থা প্রতিষ্ঠার জন্য তরুণ প্রজন্মকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।

এ সময় আরও উপস্থিত ছিলেন গণঅধিকার, যুব অধিকার ও ছাত্র অধিকার পরিষদের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা।

তারেক রহমানকে বরণ করতে প্রস্তুত হবিগঞ্জবাসী

জোট প্রার্থীর সমর্থনে মনোনয়ন প্রত্যাহার করলেন খেলাফত নেতা

এবি পার্টির তালহা আলমের আসনে জামায়াত প্রার্থীর মনোনয়ন প্রত্যাহার

শ্রীমঙ্গলে বেড়েছে তীব্র শীতের প্রকোপ, তাপমাত্রা ১১.৭ ডিগ্রি

সিলেট-২ আসনে মনোনয়নপত্র প্রত্যাহার করলেন যারা

তারেক রহমানের সফর ঘিরে সিলেটে নিরাপত্তাব্যবস্থা জোরদার

সিলেটে বিচার বিভাগের স্মরণ সভা ও দোয়া মাহফিল

সিলেটে গণভোটের প্রচারণায় ‘ভোটের রিকশা’ উদ্বোধন

সিলেটে আ. লীগ নেতা সাবেক এপিপি সিরাজী আটক

মনোনয়ন প্রত্যাহার না করার দাবিতে জামায়াতের প্রার্থীকে অবরুদ্ধ করে বিক্ষোভ