হোম > সারা দেশ > সিলেট

‘শাহজালাল (রহ.) ওরস হবে সুশৃঙ্খল ও পবিত্র পরিবেশে’

সিলেট ব্যুরো

সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি) কমিশনার মো. রেজাউল করিম (পিপিএম-সেবা) বলেছেন, এবারের শাহজালাল (রহ.) মাজারের ওরস আরো সুশৃঙ্খল ও পবিত্র পরিবেশে সম্পন্নের জন্য ব্যাপক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে।

শুক্রবার বাদ আসর মাজার প্রাঙ্গণে মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি।

পুলিশ প্রশাসন, মাজার কর্তৃপক্ষ, আলেম-ওলামা ও সাংবাদিক প্রতিনিধিদের নিয়ে গঠিত তদারকি কমিটি ওরস চলাকালীন সর্বদা মনিটরিং করবে।

তিনি বলেন, ওরস চলাকালীন মাজারের পবিত্রতা রক্ষার স্বার্থে এবার ভক্তদের প্রতি বলা হচ্ছে- সবাই যেন মাজারে সিজদা দেওয়াসহ সব শিরকি ও বিদআতি কার্যক্রম থেকে বিরত থাকেন। নারীরা পর্দার সঙ্গে অবস্থান করেন। কেউ যেন মদ-গাঁজার আসর না বসান। এসব বিষয় তদারকি কমিটি সার্বক্ষণিক খেয়াল রাখবে।

এ ছাড়া পুলিশের বিভিন্ন টিম মাজার প্রাঙ্গণে সার্বক্ষণিক সতর্ক অবস্থানে থাকবে। ঠেকাবে সব অসামাজিক-অনৈসলামিক ও বিশৃঙ্খল কাজ। মাজার প্রাঙ্গণে চুরি-ছিনতাই ও প্রতারণামূলক কর্মকাণ্ড রোধেও কাজ করবে পুলিশ। সাদা পোশাকে অবস্থান করবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

এ সময় উপস্থিত ছিলেন সিলেট সিটি করপোরেশনের সাবেক মেয়র আরিফুল হক চৌধুরী, মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদী, বন্দরবাজার কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মাওলানা মুশতাক আহমদ খান, জাতীয় ইমাম সমিতি সিলেট মহানগর শাখার সভাপতি মাওলানা হাবীব আহমদ শিহাব, হজরত শাহজালাল (রহ.) তাওহিদি কাফেলার সদস্য সচিব মাওলানা শাহ মমশাদ আহমদ ও দারুস সালাম মাদরাসার শিক্ষক মাওলানা নেয়ামাতুল্লাহ খাসদবিরি প্রমুখ।

এ ছাড়া সেনাবাহিনী ও র‌্যাব-৯-এর সংশ্লিষ্ট কর্মকর্তা, মাজার কর্তৃপক্ষ এবং পুলিশ কর্তৃক গঠিত ওরস তদারকি কমিটির নেতারা উপস্থিত ছিলেন। উল্লেখ্য, আগামী ১৯ ও ২০ মে শাহজালাল (রহ.)-এর ৭০৬তম ওরস অনুষ্ঠিত হবে। এরই মাঝে ভক্তরা মাজারে আসতে শুরু করেছেন। নেওয়া হয়েছে প্রয়োজনীয় নিরাপত্তাব্যবস্থা।

হাদি গুলিবিদ্ধের ঘটনায় সুনামগঞ্জ সীমান্তে বিজিবির নিরাপত্তা জোরদার

হাদির ওপর গুলির ঘটনায় সীমান্তে সর্বোচ্চ সতর্কতা

ইসলামিক স্মার্ট সিটির যাত্রা শুরু

গ্যারেজ নির্মাণে ৭ কোটি টাকার লেকে থাবা

আব্দুন নূর চেয়ারম্যান স্মৃতি প্রাথমিক মেধাবৃত্তি পরীক্ষা আজ শুরু

শ্রীমঙ্গলে তাপমাত্রা ১০.৪ ডিগ্রির ঘরে, কুয়াশায় স্থবির জনজীবন

নিজের পোস্টার নিজেই নামালেন জামায়াত প্রার্থী শিশির মনির

কৃষাণীর পাশে দাঁড়িয়ে প্রশংসা কুড়াচ্ছেন লুনা

আমরা আর দুর্নীতিতে চ্যাম্পিয়ন দলকে ক্ষমতায় দেখতে চাই না

দিরাইয়ে শিশির মনির ক্রিকেট টুর্নামেন্টে খালেদ মাসুদ পাইলট