সুনামগঞ্জ-৩ (জগন্নাথপুর-শান্তিগঞ্জ) আসনে রোববার দিনভর নির্বাচনি প্রচারে ছিলেন খেলাফত মজলিসের প্রার্থী শেখ মুশতাক আহমদ। এ সময় তিনি দেয়ালঘড়ি প্রতীকে জগন্নাথপুর পৌরশহরে ব্যাপক গণসংযোগে করেন।
সকাল ১০টা থেকে শুরু করে সন্ধ্যা পর্যন্ত জগন্নাথপুর পৌরশহরের প্রধান প্রধান সড়ক ও ব্যবসা প্রতিষ্ঠানে সাধারণ মানুষের কাছে ভোট ও দোয়া চেয়েছেন তিনি। এ সময় সাধারণ ভোটারদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে।
গণসংযোগকালে শেখ মুশতাক আহমদ বলেন, জনগণের অধিকার আদায় ও ইনসাফ কায়েমের লক্ষে আমরা নির্বাচনি ময়দানে আছি। জগন্নাথপুর ও শান্তিগঞ্জের মানুষের ভালোবাসা আমাদের সাহস জোগাচ্ছে। তিনি আগামী নির্বাচনে সকল ভেদাভেদ ভুলে জোটবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
গণসংযোগকালে শেখ মুশতাক আহমদের সাথে দলীয় নেতাকর্মীদের মধ্যে উপস্থিত ছিলেন মোজাম্মেল হোসেন, দুলন মিয়া, শেখ নুরুল ইসলাম, ইমন আহমেদ, মুজাহিদুল ইসলাম, আব্দুল বাসিতসহ শতাধিক নেতাকর্মী।
পৌরশহরের কর্মসূচি শেষে বিকেলে তিনি উপজেলার পাটলি ইউনিয়নের সাচায়ানী গ্রামে যান। সেখানে তিনি জামায়াতে ইসলামীর স্থানীয় নেতৃবৃন্দের সাথে এক সৌজন্য সাক্ষাতে মিলিত হন। সাক্ষাতকালে তারা বর্তমান রাজনৈতিক পরিস্থিতি ও পারস্পরিক সহযোগিতা নিয়ে আলোচনা করেন।