হবিগঞ্জ জেলা বিএনপির আয়োজনে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও দ্রুত সুস্থতা কামনায় গণদোয়া অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকেল ৪টায় কেন্দ্রীয় ঈদগাহ মাঠে আছর নামাজ আদায় করে গণদোয়া অনুষ্ঠিত হয়। গণদোয়ায় জেলার সকল ইউনিটের নেতৃবৃন্দ ও বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
গণদোয়ায় বেগম খালেদা জিয়ার সুস্থতা, দেশের কল্যাণ এবং রাজনৈতিক শান্তি–স্থিতিশীলতার জন্য প্রার্থনা করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক জি কে গউস বলেন, বেগম খালেদা জিয়া শুধু একজন রাজনৈতিক নেত্রী নন, তিনি গণতন্ত্রের প্রতীক। তার সুস্থতা দেশের মানুষের প্রত্যাশার সঙ্গে জড়িত।
তিনি আরো বলেন, বর্তমান সংকটময় পরিস্থিতিতে নেত্রীকে সুস্থ দেখতে চায় দেশের সব গণতন্ত্রকামী মানুষ।
দোয়া মাহফিলে জেলা, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের বিএনপি এবং অঙ্গসংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।