শিশির মনির
সুনামগঞ্জ-২ আসনে জামায়াতের প্রার্থী আইনজীবী শিশির মনির বলেছেন, “৫ আগস্টের পর রাজনীতিতে যদি নতুনত্ব না থাকে, তাহলে সেই পুরোনো কালচার ফিরে আসবে। গতকাল আমার নির্বাচনি এলাকায় যা ঘটেছে কিংবা দেশজুড়ে যা ঘটছে, এসবের ইতি টানা দরকার।”
শুক্রবার (৩০ জানুয়ারি) সকালে দিরাইয়ের ধল বাজারে নির্বাচনি প্রচারকাজ শেষে প্রচারগাড়িতে হামলার প্রতিক্রিয়ায় তিনি এসব কথা বলেন।
শিশির মনির বলেন, “সারা দেশে একটা অসহিষ্ণু আচরণ চলছে, যা মোটেও কাম্য নয়। আমার প্রচারগাড়িতে কারা হামলা করেছে? ডিনাই করছেন কেন? এটা খুঁজে বের করুন। ক্রিয়েটিভ প্রচার চলছে। ভিডিও দেখানো হচ্ছে। ভোটাররা এসব দেখছে। এটা গাড়ি ভাঙা নয়, নতুন চিন্তাকে ধ্বংস করা। আপনারাও স্টেটমেন্ট দেন, যারা জড়িত তাদের আইনের আওতায় আনা হোক। এটা নতুন রাজনীতি।”
তিনি বলেন, “রাজনৈতিক দলগুলোর সমন্বিত আলোচনায় বসা দরকার। এমনকি নির্বাচন কমিশনের এ ব্যাপারে কার্যকর উদ্যোগ নেওয়া দরকার। যদি তা না পারে, তাহলে রাজনীতিতে গুণগত পরিবর্তন বলতে তেমন কিছু আমরা প্রত্যাশা করতে পারি না। তাই আমি মনে করি, দ্রুত এগুলো বন্ধ করা দরকার।”