হোম > সারা দেশ > সিলেট

সুনামগঞ্জে যুবদল নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার

উপজেলা প্রতিনিধি, মধ্যনগর (সুনামগঞ্জ)

সুনামগঞ্জ জেলা যুবদলের বন ও পরিবেশ বিষয়ক সহ-সম্পাদক এম. শহিদের বহিষ্কারাদেশ প্রত্যাহার করেছে কেন্দ্রীয় নির্বাহী কমিটি। বুধবার (২৮ জানুয়ারি) সন্ধ্যার পর দলীয় প্যাডে প্রকাশিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, কেন্দ্রীয় যুবদলের সভাপতি আব্দুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুল ইসলাম নয়নের নির্দেশে সুনামগঞ্জ জেলা যুবদলের বন ও পরিবেশ বিষয়ক সহ সম্পাদক এম.শহিদের বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হয়েছে। বিজ্ঞপ্তিটি পাঠান কেন্দ্রীয় যুবদলের সহ-দপ্তর সম্পাদক মিনহাজুল ইসলাম ভূঁইয়া।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, এর আগে দলীয় নীতি ও আদর্শ পরিপন্থি কর্মকাণ্ড এবং শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে এম.শহিদকে যুবদলের প্রাথমিক সদস্যপদসহ সব পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছিল। পরবর্তীতে তার আবেদনের পরিপ্রেক্ষিতে কেন্দ্রীয় নেতৃত্ব বিষয়টি পর্যালোচনা করে বহিষ্কারাদেশ প্রত্যাহারের সিদ্ধান্ত নেয়।

বহিষ্কারাদেশ প্রত্যাহারের পর সংশ্লিষ্ট চিঠি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। এ সময় দলীয় নেতাকর্মী ও শুভানুধ্যায়ীরা তাকে অভিনন্দন ও শুভকামনা জানান।

এ বিষয়ে এম. শহিদ বলেন, ষড়যন্ত্রের শিকার হয়ে তিনি দীর্ঘদিন দল থেকে বহিষ্কৃত ছিলেন। তবে বহিষ্কৃত অবস্থায়ও এলাকার সাধারণ মানুষের অকুণ্ঠ ভালোবাসা ও সমর্থন পেয়েছেন তিনি। জনগণের সেই ভালোবাসা ও সমর্থনের কথা তিনি আজীবন স্মরণ করবেন বলে জানান।

একই সঙ্গে সুনামগঞ্জ- ১ আসনে বিএনপির প্রার্থী কামরুজ্জামান কামরুল, যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আব্দুল মোনায়েম মুন্না, সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুল ইসলাম নয়ন এবং যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক (সিলেট বিভাগ) মাহবুবুর রহমানসহ যুবদলের সকল কেন্দ্রীয় নেতৃবৃন্দের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি।

আইনশৃঙ্খলা পরিস্থিতির কোনো ঘাটতি নেই প্রত্যাশার চেয়ে ভালো

জিয়া-খালেদা জিয়ার কারণেই মানুষ বিএনপিকে পছন্দ করে: মুক্তাদির

কুলাউড়ায় পাগলা কুকুরের কামড়ে আহত ৪৯

আগামীর বাংলাদেশ হবে আজাদীর বাংলাদেশ: মামুনুল হক

এবার ভোট করবো সত্যের পক্ষে, ন্যায়ের পক্ষে: বিএনপির প্রার্থী গউছ

এমপি হলে দুর্নীতি করবো না, অন্যকেও করতে দেবো না: জামায়াত প্রার্থী

ভোটাধিকার সুরক্ষায় সক্রিয় ভূমিকা পালন করবে বিজিবি

সৎ ও যোগ্য ব্যক্তিকে ভোট দিয়ে দেশকে এগিয়ে নিতে হবে: বিভাগীয় কমিশনার

জুলাই হত্যার আসামি চেয়ারম্যান মুছার প্রভাবে অচল ইউনিয়ন পরিষদ

জগন্নাথপুরে মামুনুল হকের জনসভায় উপস্থিতি নিয়ে মিশ্র প্রতিক্রিয়া