সুনামগঞ্জ- ২ (দিরাই-শাল্লা) আসনে যুক্তরাজ্য বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আজমল হোসেন চৌধুরী জাবেদকে বিএনপির মনোনয়ন দেয়ার দাবিতে গণমিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুর ১২টায় বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের আয়োজনে গণমিছিলটি দিরাই বাসস্ট্যান্ডের নিজ বাসা থেকে কলেজ রোড, থানা পয়েন্ট, মধ্যবাজার হয়ে পুনরায় বাসস্ট্যান্ডে এসে সমাবেশে মিলিত হয়।
সমাবেশে বক্তারা বলেন, আজমল হোসেন চৌধুরী জাবেদ দুর্দিনে হাওর ভাটি দিরাই শাল্লার মানুষের পাশে ছিলেন। সব ধর্মের মানুষের কাছে সমান গ্রহণযোগ্য ব্যক্তি। দলের জন্য নিবেদিত এই নেতাকে বিএনপির মনোনয়ন দিলে হাওরাঞ্চলের মানুষ ঐক্যবদ্ধভাবে ধানের শীষে ভোট দিয়ে জয়যুক্ত করবেন।
সুনামগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি ইকবাল হোসেন বলেন, আজমল হোসেন চৌধুরী জাবেদ একজন বিএনপির ত্যগী, পরীক্ষীত নেতা। সরকারবিরোধী সকল আন্দোলনে সক্রিয় ভূমিকা পালন করেছেন। এবং দুর্দিনে তার নির্বাচনি এলাকা দিরাই শাল্লার মানুষের সুখে-দুখে পাশে ছিলেন।
তিনি আরো বলেন, স্বাধীনতার পর থেকে দিরাই শাল্লার মানুষ অবহেলিত আছেন। এখনও এ অঞ্চলে যোগাযোগ ব্যবস্থা গড়ে উঠেনি। শিক্ষা, স্বাস্থ্যসেবায় পিছিয়ে আছে। এ অঞ্চলে আজমল হোসেন চৌধুরী জাবেদকে ধানের শীষের মনোনয়ন দেয়া হলে মানুষ তার অধিকার ফিরে পাবে। যোগাযোগ, শিক্ষা, স্বাস্থ্যসেবায় বৈপ্লবিক পরিবর্তন সাধিত হবে।
ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী আজমল হোসেন চৌধুরী জাবেদ বলেন, শেখ হাসিনাকে হঠাতে আমি দেশ ও বিদেশে ফ্যাসিবাদবিরোধী আন্দোলন গড়ে তুলেছি। করোনা, বন্যায় দিরাই-শাল্লার মানুষের পাশে ছিলাম। দীর্ঘদিন ধরে ভোটের মাঠে কাজ করছি। মানুষের কাছে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৩১ দফা তুলে ধরেছি। নির্বাচনি আসনে দুর্দিনে দলের পাশে থেকে কর্মীদের মন চাঙা রেখেছি। আশা করি দল আমাকে ধানের শীষের প্রতীক উপহার দেবেন।
তিনি আরো বলেন, দেশকে নিয়ে গভীর ষড়যন্ত্র চলছে। একটি পক্ষ নির্বাচন বানচালের চেষ্টা করছে। দেশি-বিদেশি সকল ষড়যন্ত্র রুখে দিতে আমরা প্রস্তুত রয়েছি।