দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে। সোমবার সকাল ৬টা থেকে বেলা ১১টা পর্যন্ত এই তাপমাত্রা রেকর্ড করা হয়।
শ্রীমঙ্গল কেন্দ্রের সিনিয়র কর্মকর্তা রাকিবুল হাসান বলেন, শীত মৌসুমের শেষ পর্যায়ে থাকলেও তাপমাত্রা আরো কিছুটা কমতে পারে।
তীব্র শীতে সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছেন চা-বাগানের শ্রমজীবী মানুষ, শিশু ও বয়স্করা। প্রয়োজনীয় শীতবস্ত্রের অভাবে নিম্ন আয়ের মানুষ মানবেতর জীবনযাপন করছেন। একই সঙ্গে শীতজনিত রোগে আক্রান্ত রোগীর সংখ্যাও দিনে দিনে বাড়ছে। স্থানীয়দের দাবি, দ্রুত শীতবস্ত্র বিতরণ ও প্রয়োজনীয় সরকারি সহায়তা নিশ্চিত করা হোক।