সুনামগঞ্জ-২ আসনে ১১ দলীয় জোটের প্রার্থী অ্যাডভোকেট মোহাম্মদ শিশির মনির বলেছেন, নির্বাচনে দলীয় পদে থাকা প্রিসাইডিং ও পোলিং অফিসারের তালিকা করুন। তাদের তালিকা থেকে বাদ দিতে হবে। তাদের প্রশিক্ষণ নেবেন না। এসব গোয়েন্দা সংস্থা জানে। স্বচ্ছ ও নিরপেক্ষ তালিকা করুন। কোনো ধরনের শৈথিল্য দেখানো যাবে না।
বৃহস্পতিবার এক ভিডিও বার্তায় তিনি লাইভে এসব কথা বলেন। মুহূর্তে ভিডিওটি ভাইরাল হয়।
তিনি লাইভে এসে আরো বলেন, যেসব কেন্দ্র ঝুঁকিপূর্ণ, সেই সব কেন্দ্রে সেনা মোতায়েন করুন। এবং পুলিশের বুক পকেটে ক্যামেরা লাগিয়ে দেবেন। এতে সরকারের বাজেট আছে।
সহকারী রিটার্নিং কর্মকর্তাদের উদ্দেশে বলেন, আপনাদের কাছে কিছু জানতে চাইলে শুধু বলেন অভিযোগ করলে ব্যবস্থা নেব। কে অভিযোগ দেবে? মানুষ ভয় পায় অভিযোগ করতে। আপনাদের গোয়েন্দা সোর্স আছে। তাদের কাজে লাগান। অ্যাকশন নিন। নির্বাচন সুষ্ঠু ও নিরেপক্ষ হবে।