হোম > সারা দেশ > সিলেট

মব সৃষ্টির প্রতিবাদে সিলেটে স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল

সিলেট ব্যুরো

কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে মব সৃষ্টির প্রতিবাদে সিলেট মহানগর স্বেচ্ছাসেবক দল বিক্ষোভ কর্মসূচি পালন করেছে।

মঙ্গলবার মিছিলটি নগরীর চৌহাট্টা শহীদ মিনার থেকে শুরু হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে বন্দরবাজারে গিয়ে সমাবেশের মাধ্যমে শেষ হয়। এর আগে, মব সৃষ্টির অপচেষ্টা, শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার পরিবেশ বিনষ্ট এবং সারা দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির প্রতিবাদে এ কর্মসূচির ডাক দেয় সংগঠনটি।

সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় সংসদের সহসভাপতি ডা. জাহিদুল কবির বলেন, যারা বিএনপি ও দেশনায়ক তারেক রহমানের বিরুদ্ধে কথা বলে তারা গণতন্ত্রের শত্রু।

মিটফোর্ডে ঘটনাকে কেন্দ্র করে কয়েকটি রাজনৈতিক দল দেশের রাজনীতিকে একেবারে ভিন্ন খাতে প্রবাহিত করার চেষ্টা করছে। এ চক্রান্ত ও ষড়যন্ত্র নতুন নয়। যখনই বাংলাদেশের মানুষ উঠে দাঁড়াতে চেয়েছে, মাথা উঁচু করে দাঁড়াতে চেয়েছে, ঠিক সে সময়ই ষড়যন্ত্রকারীরা দেশকে আবার অস্থিতিশীল করার চেষ্টা করছে।

সিলেট মহানগর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মাহবুবুল হক চৌধুরীর (ভিপি মাহবুব) সভাপতিত্বে ও সদস্য সচিব আফছর খানের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য দেন যুক্তরাজ্য স্বেচ্ছাসেবক দলের সভাপতি ও কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের আন্তর্জাতিক সম্পাদক নাসির আহমদ শাহিন।

বিক্ষোভ মিছিল ও সমাবেশে উপস্থিত ছিলেন মহানগর স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুস সামাদ তুহেল, যুগ্ম আহ্বায়ক আবু সালেহ মো. তাহের, আব্দুল হাসিম জাকারিয়া প্রমুখ।

এসএসসি পরীক্ষাকেন্দ্র ও খেলার মাঠ চালুর চেষ্টা করবো: গোলাম রব্বানী সোহেল

মাদকমুক্ত আসন গড়ার প্রতিশ্রুতি বিএনপির প্রার্থী কামরুলের

অভিযোগ আর ওয়ারেন্ট ছাড়াই নিরপরাধ মানুষ ধরেন এসআই নাজমুল

দলীয় প্রার্থীর প্রচার শেষে ফেরার পথে বিএনপি নেতার ওপর হামলা

হবিগঞ্জে প্রচারে এগিয়ে শেখ সুজাত, বিজয়ে আশাবাদী কিবরিয়াপত্নী

আগামীকাল হবিগঞ্জ-১ আসনে আসছেন মামুনুল হক

দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড শ্রীমঙ্গলে

তাহিরপুরে অটোরিকশা চাপায় শিশু নিহত

উন্নয়নের ধারা ফেরাতে ধানের শীষে ভোট চান ইলিয়াসপত্নী লুনা

‘কম টাকা’য় নির্বাচন করবেন সিলেট-৬ আসনের প্রার্থীরা