হোম > সারা দেশ > সিলেট

ভোটাধিকার সুরক্ষায় সক্রিয় ভূমিকা পালন করবে বিজিবি

জেলা প্রতিনিধি, সুনামগঞ্জ

একটি পেশাদার, শৃঙ্খলাবদ্ধ ও নিরপেক্ষ বাহিনী হিসেবে বিজিবি নির্বাচনকালীন পারিপূর্ণ পরিবেশ নিশ্চিত করা, আইনশৃঙ্খলা রক্ষা এবং জনগণের ভোটাধিকার সুরক্ষায় সক্রিয় ভূমিকা পালন করবে বলে মন্তব্য করেছেন সুনামগঞ্জ-২৮ ব্যাটালিয়ন বিজিবির অধিনায়ক লে. কর্নেল এ কে এম জাকারিয়া কাদির।

তিনি বলেন, একই সঙ্গে জনগণের মধ্যে আস্থা ও সচেতনতা বাড়ানোর জন্য বিভিন্ন প্রেরণামূলক ও উদ্বুদ্ধকরণ কর্মসূচি পরিচালনা করা হচ্ছে, যাতে ভোটারদের অংশগ্রহণ আরো উৎসাহিত হয়। বাংলাদেশ সেনাবাহিনী ও অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয়ে বিজিবি মোবাইল স্ট্রাইকিং ফোর্স হিসেবে দায়িত্ব পালন করবে।

বুধবার বেলা সাড়ে ১১টায় সুনামগঞ্জ ২৮ বিজিবি অধিনায়ক প্রেস কনফারেন্স রুমে সুনামগঞ্জে কর্মরত সাংবাদিকদের সঙ্গে প্রেস ব্রিফিংকালে তিনি এসব কথা বলেন।

তিনি আরো বলেন, সুনামগঞ্জ জেলা হাওরবেষ্টিত ও দুর্গম এলাকা, যা নির্বাচনি দায়িত্বকে অনেক বেশি চ্যালঞ্জিং করে তুলেছে। এই চ্যালেঞ্জ মোকাবিলায় নির্বাচন নিরাপদ করতে সুনামগঞ্জ জেলার সড়ক ও নৌপথে দায়িত্ব পালন করবে এবং এ বিষয়ে প্রশাসনের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে প্রয়োজনীয় যানবাহনের ব্যবস্থা করবে সুনামগঞ্জ বিজিবি।

বিজিবি অধিনায়ক আরো জানান, সিলেটের অধীন তিনটি ব্যাটালিয়ন সিলেট ও সুনামগঞ্জ জেলার ১০টি সংসদীয় আসনে ২৩টি উপজেলায় ৫৫ প্লাটুন বিজিবি মোতায়েনের মাধ্যমে দায়িত্ব পালন করবে। সীমান্তবর্তী ছয়টি উপজেলায় বিজিবি এককভাবে নির্বাচনি দায়িত্ব পালন করবে। সীমান্তবর্তী আরো পাঁচটি উপজেলা এবং অন্য ১২টি উপজেলায় বাংলাদেশ সেনাবাহিনী ও অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সমন্বয়ে বিজিবি মোবাইল স্ট্রাইকিং ফোর্স হিসেবে দায়িত্ব পালন করবে।

এ সময় সুনামগঞ্জে কর্মরত প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার কর্মরত সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।

এবার ভোট করবো সত্যের পক্ষে, ন্যায়ের পক্ষে: বিএনপির প্রার্থী গউছ

এমপি হলে দুর্নীতি করবো না, অন্যকেও করতে দেবো না: জামায়াত প্রার্থী

সৎ ও যোগ্য ব্যক্তিকে ভোট দিয়ে দেশকে এগিয়ে নিতে হবে: বিভাগীয় কমিশনার

জুলাই হত্যার আসামি চেয়ারম্যান মুছার প্রভাবে অচল ইউনিয়ন পরিষদ

জগন্নাথপুরে মামুনুল হকের জনসভায় উপস্থিতি নিয়ে মিশ্র প্রতিক্রিয়া

কমলগঞ্জে বিএনপির আরো ৫ নেতাকে অব্যাহতি

ইলিয়াস আলীসহ সব গুম-খুনের বিচার নিশ্চিতে ধানের শীষে ভোট চাইলেন লুনা

তারেক রহমান দেশে ফেরার পর গণজোয়ার সৃষ্টি হয়েছে: খন্দকার মুক্তাদির

তারেক রহমান সংখ্যাগরিষ্ঠতা নিয়ে প্রধানমন্ত্রী হবেন: বিএনপির প্রার্থী কামরুল

শ্রীমঙ্গলে শ্রমিক ইউনিয়নের নির্বাচন বানচালের প্রতিবাদে চা শ্রমিকদের বিক্ষোভ