হোম > রাজধানী

রাজধানীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ৩৮

অপারেশন ডেভিল হান্ট ফেইজ-২

স্টাফ রিপোর্টার

রাজধানীর বিভিন্ন অপরাধপ্রবণ এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পরিচালিত ‘অপারেশন ডেভিল হান্ট ফেইজ-২’-এর আওতায় ৩৮ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। বুধবার (২৮ জানুয়ারি) সকাল থেকে মধ্যরাত পর্যন্ত রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

ডিএমপির উপ-পুলিশ কমিশনার (মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স) মুহাম্মদ তালেবুর রহমান স্বাক্ষরিত এক বার্তায় জানানো হয়, রাজধানীর লালবাগ, ডেমরা, সূত্রাপুর, মোহাম্মদপুর, পল্লবী, কাফরুল, আদাবর, যাত্রাবাড়ী, কদমতলী, শাহবাগ, ওয়ারী, ভাষানটেক ও হাতিরঝিল থানা এলাকায় এই অভিযান পরিচালিত হয়।

অভিযানে সবচেয়ে বেশি গ্রেপ্তার হয়েছে শাহবাগ থানা এলাকায়, যেখানে ১২ জনকে আটক করা হয়েছে। এছাড়া মোহাম্মদপুর থানার পুলিশ ছয়জনকে এবং যাত্রাবাড়ী থানার পুলিশ পাঁচজনকে গ্রেপ্তার করেছে। ​কদমতলী ও সূত্রাপুর থেকে তিনজন করে মোট ছয়জন আর ​লালবাগ এলাকা থেকে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে।

পল্লবী, কাফরুল, আদাবর, ডেমরা, ওয়ারী, ভাষানটেক ও হাতিরঝিল থানা এলাকা থেকে একজন করে গ্রেপ্তার করা হয়েছে।

​পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, গ্রেপ্তারকৃতদের মধ্যে রয়েছেন লালবাগের মো. সোহেল ও তারেক; ডেমরার মো. জাহাঙ্গীর হোসেন মুন্সি; মোহাম্মদপুরের শাকিল, রাজু, রনিসহ ৬ জন; এবং শাহবাগের মাহমুদুল হাসান মামুন ও শাহাদুল ইসলাম হৃদয়সহ ১২ জন। এছাড়া পল্লবী থেকে গুরিয়া বেগম, কাফরুল থেকে মাহমুদুল খান এবং হাতিরঝিল এলাকা থেকে মনিরুজ্জামান বাপ্পীকে গ্রেপ্তার করা হয়েছে।

​ডিএমপি জানায়, নগরের জননিরাপত্তা নিশ্চিত করতে এবং অপরাধীদের দমনে ‘অপারেশন ডেভিল হান্ট’-এর এই বিশেষ অভিযান চলমান রয়েছে। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় আইনি প্রক্রিয়া শেষে ইতোমধ্যে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।

রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫২

রাজধানীর উত্তরায় কাঁচাবাজারের আগুন নিয়ন্ত্রণে

সাবেক আইজিপি বেনজীরের ‘ক্যাশিয়ার’ রিফাত নিলয় গ্রেপ্তার

সার্জেন্ট মেহেদীর বিচক্ষণতায় গ্রেপ্তার ছিনতাইকারী, উদ্ধার মোবাইল ফোন

দূষিত শহরের তালিকায় শীর্ষে দিল্লি, ঢাকার অবস্থান কত?

রাজধানীতে বিশেষ অভিযানে গ্রেপ্তার ২০

ঢামেক হাসপাতালের নতুন ভবন থেকে লাফিয়ে পড়ে রোগীর মৃত্যু

ডিএনসিসির উদ্যোগে ময়লা কুড়ানোর প্রতিযোগিতা

দূষিত শহরের তালিকায় শীর্ষে ঢাকা

খিলগাঁওয়ে ব্যাংক কর্মকর্তার ঝুলন্ত লাশ উদ্ধার