হোম > রাজধানী

ফ্যাসিবাদের দালালি করা গণমাধ্যম থাকার অধিকার রাখে না: রিজভী

স্টাফ রিপোর্টার

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, গণতান্ত্রিক রাষ্ট্রে গণমাধ্যমের স্বাধীনতা অপরিহার্য। কিন্তু গত ১৬-১৭ বছর ধরে দেশে ফ্যাসিবাদী শাসন কায়েম করে ভিন্নমতের কণ্ঠস্বর দমন করা হয়েছে। যারা ফ্যাসিবাদের দালালি করেছে এবং গুম-খুনের সাফাই গেয়েছে, সেইসব গণমাধ্যম টিকে থাকার অধিকার রাখে না।

শনিবার রাজধানীর জাতীয় প্রেসক্লাবের তফাজ্জল হোসেন মানিক মিয়া হলে দৈনিক বার্তার মাল্টিমিডিয়া উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

অনুষ্ঠানে দৈনিক বার্তার ট্রাষ্টি বোর্ডের সদস্য এরশাদ আলী ইশার সভাপতিত্বে বিশেষ অতিথি বক্তব্য রাখেন দৈনিক আমার দেশ পত্রিকার নির্বাহী সম্পাদক সৈয়দ আবদাল আহমদ। উপস্থিত ছিলেন, সৈয়দ উল আলম কাজল ও শামসুউদ্দিন আহমেদ।

রিজভী বলেন, এমন একটি দায়িত্বশীল পত্রিকা সমাজ ও রাষ্ট্রের বিভাজনের সময় খুব জরুরি। গণমাধ্যমের কণ্ঠস্বর ক্ষীণ হলেও সত্য বলার একটি স্পেস থাকা দরকার।

রিজভী অভিযোগ করে বলেন, আওয়ামী লীগ সরকার গণমাধ্যম নিয়ন্ত্রণ করে প্রতিটি গুম-খুনকে আড়াল করেছে এবং ভিন্নমতের মানুষকে “জঙ্গি” আখ্যা দিয়ে দমন করেছে। তিনি আরও দাবি করেন, “শেখ হাসিনা আন্দোলন দমন করতে হেলিকপ্টার থেকে বোমা হামলার পরামর্শ দিয়েছিলেন। এমনকি তার নিরাপত্তা উপদেষ্টা পর্যন্ত আন্দোলনকারীদের হত্যা করার প্রস্তাব দিয়েছেন।”

তিনি ইতিহাস টেনে এনে বলেন, ফ্যাসিবাদী ইতালি কিংবা নাৎসি জার্মানিতে স্বৈরাচারের দালাল মিডিয়াগুলো দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর টিকে থাকতে পারেনি। তাই বাংলাদেশের গণতন্ত্রবিরোধী শক্তির সাফাই গাওয়া মিডিয়ারও প্রয়োজন নেই।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসু নির্বাচন প্রসঙ্গেও রুহুল কবির রিজভী সমালোচনা করেন। তিনি বলেন, “ডাকসু নির্বাচনের ব্যালট পেপার নীলক্ষেতে ছাপা হচ্ছে—এমন সন্দেহ অমূলক নয়। অথচ চিফ রিটার্নিং অফিসার আওয়ামী লীগের ভাষায় কথা বলছেন। এটা বিশ্ববিদ্যালয়ের মর্যাদাহানিকর।

তিনি আরও বলেন, গণমাধ্যমের দায়িত্ব হলো সত্য তুলে ধরা, শাসকের বন্দনা করা নয়। বিবেকবান সাংবাদিক জাতির বিবেকের প্রতিনিধিত্ব করেন।

অনুষ্ঠানে তিনি দৈনিক বার্তাকে “গণতান্ত্রিক আন্দোলনের কণ্ঠস্বর” হিসেবে গড়ে তুলতে সম্পাদক মাহমুদ আনোয়ারসহ সংশ্লিষ্টদের প্রতি শুভকামনা জানান।

প্রকাশ্যে জানমাল কেড়ে নিচ্ছে ছিনতাইকারীরা, নির্বিকার পুলিশ

রাজধানীতে বিদেশি পিস্তলসহ গ্রেপ্তার ২

আগারগাঁও ও নারায়ণগঞ্জে গ্যাস বিস্ফোরণ, দগ্ধ ১০

রাজধানীতে গ্যাস লিকেজের বিস্ফোরণে দগ্ধ ৬

রাজধানীতে নবম শ্রেণির ছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার

মুজিবের মূর্তি পাহারায় ‘আনসার’, যে ব্যাখ্যা দিলো বাহিনী

মতিঝিল আইডিয়াল শিক্ষকদের উচ্চতর বেতন স্কেল বন্ধের দাবি অভিভাবকদের

রিকশাচালকদের জীবনমান উন্নয়নে আস-সুন্নাহ ফাউন্ডেশনের কর্মশালা

হাতিরঝিলে প্রকাশ্যে ছিনতাই, ছুরিকাঘাতে একজন আহত

মিরপুর চিড়িয়াখানার খাঁচা থেকে বেরিয়ে গেল সিংহ