হোম > কর্পোরেট

আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের নতুন এমডি রাফাত উল্লা খান

আমার দেশ অনলাইন

মো. রাফাত উল্লা খান আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক পিএলসি- এর ব্যবস্থাপনা পরিচালক (এমডি) হিসেবে নিয়োগ পেয়েছেন। ১৮ ডিসেম্বর, ২০২৫ থেকে আগামী ৩ বছরের জন্য তাকে এ পদে নিয়োগ দেয়া হয়।

এ পদে যোগদানের পূর্র্বে তিনি ব্যাংকের অতিরিক্ত ব্যাবস্থাপনা পরিচালক (এএমডি) ও চিফ রিস্ক অফিসার হিসেবে কর্মরত ছিলেন। এর আগে তিনি এনসিসি ব্যাংক পিএলসির উপব্যাবস্থাপনা পরিচালক (ডিএমডি), সিআরও ও ক্যামেলকো হিসেবে দায়িত্ব পালন করেন।

মো. রাফাত উল্লা খান ১৯৯৪ সালে ইস্টার্ন ব্যাংক পিএলসির প্রথম ব্যাচের প্রবেশনারি অফিসার হিসেবে যোগদানের মাধ্যমে তার কর্মজীবন শুরু করেন। ব্যাংকিং খাতে ৩১ বছরেরও বেশি সময়ের কর্মজীবনে তিনি ব্র্যাক ব্যাংক, ডাচ বাংলা ব্যাংক ও প্রাইম ব্যাংকে গুরুত্বপূর্ণ ও নেতৃত্বস্থানীয় পদে দায়িত্ব পালন করেন। ব্যাংকিংয়ের বিভিন্ন শাখা ও প্রধান কার্যালয় জুড়ে ইসলামী ও প্রচলিত ব্যাংকিং উভয় ক্ষেত্রেই ক্রেডিট রিস্ক ম্যানেজমেন্ট, কর্পোরেট ব্যাংকিং, প্রডাক্ট ডেভেলপমেন্ট ও প্রসেস অ্যান্ড পলিসি মেকিং এর মতো বিস্তৃত ক্ষেত্রগুলোতে তার রয়েছে বৈচিত্রময় কর্মজীবন।

মো. রাফাত উল্লা খান ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পরিসংখ্যানে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। এছাড়াও তিনি একটি প্রাইভেট বিশ্ববিদ্যালয় থেকে এমবিএ ডিগ্রি অর্জন করেন। পেশাগত প্রয়োজনে তিনি নেপাল, থাইল্যান্ড এবং সংযুক্ত আরব আমিরাতসহ দেশীয় ও আন্তর্জাতিকভাবে অসংখ্য সেমিনার এবং কর্মশালায় অংশগ্রহণ করেছেন।

সেরা ফিল্ড ফোর্সদের বিশেষ সম্মননা দিল নগদ

আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের নতুন এমডি রাফাত উল্লা খান

এসএমই ফাউন্ডেশন থেকে উদ্যোক্তা হয়েছেন ১৩৮ জন

বিজয় দিবসে এশিয়ান ইউনিভার্সিটিতে আলোচনা সভা অনুষ্ঠিত

এসবিএসি ব্যাংকের নতুন এমডি মঈনুল কবীর

বাংলাদেশে অটোমোবাইল খাতে নতুন অধ্যায় শুরু করল টয়োটা

কর্পোরেট গভর্ন্যান্সে উৎকর্ষতার স্বীকৃতি অর্জন করল ড্যাফোডিল কম্পিউটার্স

আইসিএসবি কর্পোরেট গভর্ন্যান্স এক্সিলেন্স অ্যাওয়ার্ড পেলো ইউসিএল

রেমিট্যান্স অ্যাওয়ার্ডে প্রথম হয়েছে ইসলামী ব্যাংক

গুলশানে ফেলানীর নামে সড়ক উদ্বোধন