হোম > শিক্ষা

খালেদা জিয়ার মৃত্যু নিয়ে ডাকসু নেতার বিতর্কিত মন্তব্য, চাইলেন ক্ষমা

প্রতিনিধি, ঢাবি

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মৃত্যুর পর ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) স্বাস্থ্য ও পরিবেশ সম্পাদক আব্দুল্লাহ আল মিনহাজ মঙ্গলবার সকালে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি বিতর্কিত পোস্ট করেন।

মিনহাজের পোস্টে বলা হয়, “জকসু নির্বাচনকে ভয় পেয়েই কি আজকে ভোরে খালেদা জিয়ার মৃত্যু ঘোষণা? গতকাল সালাহউদ্দিন সাহেব জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ভিসিকে কল দিয়ে নির্বাচন স্থগিত করতে বলেছেন। নির্ভরযোগ্য তথ্য থেকে শুনেছিলাম জামাতের ৩ তারিখের মহাসমাবেশকে সামনে রেখে খালেদা জিয়ার মৃত্যু ঘোষণা দিবে ২ তারিখে। সমাবেশ স্থগিত হয়ে যাওয়ায় জকসুতে পুঁজি করা গেল। আপসহীন দেশনেত্রী দেশের জন্য সবটুকু করে গেছেন। কিন্তু শেষপর্যন্ত নিজের ছেলের থেকে লাশের রাজনীতির স্বীকার হওয়া থেকে মুক্তি পেলেন না। আল্লাহ বেগম খালেদা জিয়াকে জান্নাতবাসী করুন।

এ পোস্ট সামাজিক যোগাযোগ মাধ্যমে তীব্র সমালোচনার মুখে পড়ে। পরে মিনহাজ পোস্টটি ডিলিট করে ক্ষমা চেয়ে একটি বিবৃতি দেন।

তিনি বলেন, বেগম খালেদা জিয়া বাংলাদেশের প্রতিটি গণতন্ত্রকামী, দেশপ্রেমিক ও বিশ্বাসী মানুষের মতোই আমার কাছেও অত্যন্ত সম্মাননীয়। কিশোর বয়স থেকে আমরা আওয়ামী ফ্যাসিবাদ বিতাড়নের আন্দোলনে বেগম খালেদা জিয়ার নেতৃত্ব ও সাহসিকতাকে অনুসরণ করতে শিখেছি। তার ইন্তেকাল আগ্রাসনবিরোধী, দেশপ্রেমিক সব মানুষের জন্যই শোকের ঘটনা এবং বাংলাদেশের জন্য অপূরণীয় ক্ষতি। জকসু নির্বাচন স্থগিত হওয়াকে কেন্দ্র করে সৃষ্ট উত্তেজনার প্রেক্ষিতে পূর্বে যে পোস্ট করেছিলাম, তার জন্য আমি আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি এবং ভুলটি সবাইকে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখার অনুরোধ করছি। বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাতের জন্য আল্লাহর কাছে দোয়া করি এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারের জন্য আল্লাহর কাছে ধৈর্যের তাওফিক কামনা করি।

এ ঘটনায় সামাজিক যোগাযোগ মাধ্যমে নেটিজেনদের মধ্যে নানা প্রতিক্রিয়া দেখা গেছে, কেউ কেউ মিনহাজের মন্তব্যকে ‘সময়োপযুক্ত নয়’ বলে সমালোচনা করেছেন।

প্রাথমিকের শিক্ষক নিয়োগ পরীক্ষা স্থগিত

খালেদা জিয়া ছিলেন জাতীয় ঐক্যের প্রতীক: জাবি উপাচার্য

বুধবারের জুনিয়র বৃত্তি পরীক্ষা স্থগিত

জকসু নির্বাচন ৬ জানুয়ারি

নির্বাচন দিয়েই প্রশাসনকে পদত্যাগ করতে হবে

জকসু নির্বাচন স্থগিত প্রশাসনের, ভিসি ভবন ঘেরাও শিক্ষার্থীদের

নির্বাচন স্থগিত চায় না জকসুর ভোটাররা

এসএসসি পরীক্ষা নিয়ে শিক্ষাপ্রতিষ্ঠানে জরুরি নির্দেশনা

জবি শিক্ষার্থীদের বিকেলের মধ্যে ক্যাম্পাস ছাড়ার নির্দেশ

মুজিবের ‘বঙ্গবন্ধু’ উপাধিও বাদ গেল পাঠ্যবই থেকে