বেশ কয়েকবছর আগে বি ইউ শুভ’র পরিচালনায় নাটকে অভিনয় করেছিলেন সামিরা খান মাহি। বিরতির পর মাহি আবারো বি ইউ শুভ’র পরিচালনায় একটি নাটকে অভিনয় করলেন। নাটকের নাম ‘শুধু তোমারই অপেক্ষায়’। নাটকটি রচনা করেছেন অ্যালেক্স উজ্জ্বল। নাটকটিতে মাহির বিপরীতে আছেন মুশফিক ফারহান।
পরিচালক বি ইউ শুভ বলেন, ‘ভালোবাসা, আবেগ আর জীবনের গল্প নিয়ে নির্মাণ করেছি শুধু তোমারই অপেক্ষায় নাটকটি। নাটকটিতে মাহি ও ফারহান চমৎকার অভিনয় করেছে। আমি খুব আশাবাদী নাটকটি নিয়ে।’
সামিরা খান মাহি বলেন, ‘শুভ ভাইয়ের নির্দেশনায় এর আগে নাটকে অভিনয় করেছি। তবে দীর্ঘদিন যাবৎ তার নির্দেশনায় কাজ করার সুযোগ হয়ে উঠছিলো না। বেশ কয়েকবছর পর তার নির্দেশনায় কাজ করে ভালোলাগলো। শুভ ভাই ভীষণ যত্ন নিয়ে নাটক নির্মাণ করেন। যথারীতি এই নাটকের ক্ষেত্রেও ঠিক তাই হয়েছে। তার পুরো ইউনিট আসলে এত আন্তরিক যে কাজ করতে ভীষণ ভালোলাগে। শুধু তোমারই অপেক্ষায় নাটকটির গল্পটাই আসলে দর্শকের মনে গেঁথে থাকার মতো একটি গল্প। আমি খুব আশাবাদী নাটকটি নিয়ে।’
এদিকে মাহি সৈয়দ শাকিলের নির্দেশনায় ‘নাজমুলের জবানবন্দী’ শিরোনামের একটি নাটকের কাজ করছেন রাজধানীর উত্তরার একটি শূটিং হাউজে। নাটকটি মুক্তি পেয়েছে আজ (২৯ জানুয়ারি) সন্ধ্যা ৬টায় জাগো এন্টারটেইনমেন্টের ইউটিউব চ্যানেলে।