হোম > ফিচার > ক্যাম্পাস

গোলাম রব্বানীকে অব্যাহতি, দায়িত্ব পেলেন ছিদ্দিকুর রহমান খান

প্রতিনিধি, ঢাবি

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের চেয়ারম্যান পদ থেকে অধ্যাপক এ কে এম গোলাম রব্বানীকে অব্যাহতি দেওয়া হয়েছে। তার বিরুদ্ধে চলমান মামলাসহ বিভিন্ন অভিযোগের প্রেক্ষিতে বিশ্ববিদ্যালয় প্রশাসন এই সিদ্ধান্ত নিয়েছে। একইসঙ্গে বিভাগের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পেয়েছেন অধ্যাপক ও কলা অনুষদের ডিন অধ্যাপক মোহাম্মদ ছিদ্দিকুর রহমান খান।

সোমবার (১২ জানুয়ারি) বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের পরিচালক (ভারপ্রাপ্ত) মোহাম্মদ রফিকুল ইসলাম আমার দেশকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, আইনি মতামত, সংশ্লিষ্ট বিভাগের শিক্ষার্থীদের দাবি এবং অধ্যাপক গোলাম রব্বানীর বিরুদ্ধে আদালতে চলমান মামলার বিষয়টি কর্তৃপক্ষের নজরে আসায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এর আগে গত ৬ জানুয়ারি ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের তৎকালীন চেয়ারম্যান অধ্যাপক আতাউর রহমান বিশ্বাস ইন্তেকাল করলে পদটি শূন্য হয়। পরে ৮ জানুয়ারি প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে নতুন চেয়ারম্যান হিসেবে অধ্যাপক এ কে এম গোলাম রব্বানীর নাম ঘোষণা করা হয়।

বিষয়টি প্রকাশ্যে আসার পরপরই শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি হয়। তার বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা নেওয়া ও চেয়ারম্যান পদ থেকে অব্যাহতির দাবিতে গতকাল রোববার (১১ জানুয়ারি) উপাচার্য বরাবর স্মারকলিপিও দেন একদল শিক্ষার্থী।

শিক্ষার্থীদের অভিযোগ, অধ্যাপক গোলাম রব্বানী ‘আওয়ামী ফ্যাসিবাদের দোসর’ এবং ‘জুলাই গণঅভ্যুত্থানের বিরোধিতাকারী’।

তারা বলেন, জুলাই আন্দোলনের সময় শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় দায়ের হওয়া মামলার আসামি হওয়া সত্ত্বেও তাকে চেয়ারম্যান পদে নিয়োগ দেওয়া বিশ্ববিদ্যালয় প্রশাসনের দায়িত্বজ্ঞানহীনতার পরিচয়।

জানা যায়, অধ্যাপক গোলাম রব্বানীর বিরুদ্ধে জুলাই গণঅভ্যুত্থানে শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় দায়ের হওয়া মামলায় তিনি ঢাকা মহানগর মুখ্য হাকিম আদালতের মামলার ৮ নম্বর আসামি। ওই মামলার প্রধান আসামি হিসেবে রয়েছেন পলাতক মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি শেখ হাসিনা।

এছাড়া একই মামলায় সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সেতু ও যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের, তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ, পুলিশের সাবেক আইজিপি মো. জাবেদ পাটোয়ারী এবং সাবেক ডিএমপি কমিশনার আছাদুজ্জামান মিয়াসহ আরো একাধিক প্রভাবশালী ব্যক্তির নাম রয়েছে।

এছাড়াও অতীতে তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। ২০২২ সালে ছাত্রলীগের নেতাকর্মীদের দ্বারা ছাত্রদলের ওপর হামলার ঘটনায় দায়ের হওয়া একটি হত্যাচেষ্টা মামলায়ও তার নাম রয়েছে। পাশাপাশি সাবেক ডাকসু ভিপি নুরুল হক নুর ও ছাত্র অধিকার পরিষদের নেতাকর্মীদের ওপর হামলার ঘটনায় দায়ের হওয়া মামলাগুলোতেও তিনি অভিযুক্ত।

বিশ্ববিদ্যালয় সূত্র জানায়, গত ৫ আগস্টের পর শিক্ষার্থীরা তার বিরুদ্ধে আন্দোলন ও একাডেমিক বয়কট শুরু করলে তিনি শিক্ষার্থীদের কাছে ক্ষমা চেয়ে বিভাগে উপস্থিত হন। তবে এরপরও জুলাই গণঅভ্যুত্থান বিষয়ে আপত্তিকর মন্তব্য করার অভিযোগ ওঠে তার বিরুদ্ধে। এমনকি নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের হাজী মুহাম্মদ মুহসীন হল শাখার এক নেতাকে গোপনে পরীক্ষায় অংশগ্রহণে সহায়তার অভিযোগও রয়েছে।

এই নিয়োগকে কেন্দ্র করে শিক্ষার্থীদের মধ্যে অসন্তোষ চরমে পৌঁছালে রোববার বিকাল সাড়ে ৩টায় ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) উদ্যোগে উপাচার্য বরাবর স্মারকলিপি দেওয়া হয়।

ডাকসুর সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক মুসাদ্দিক আলী ইবনে মোহাম্মদ বলেন, জুলাই গণহত্যার মামলার আসামি এবং হাজারো শিক্ষার্থীর ভবিষ্যৎ ধ্বংসের অভিযোগ থাকা গোলাম রব্বানীকে বিভাগীয় চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেওয়া বিশ্ববিদ্যালয় প্রশাসনের চরম ব্যর্থতার পরিচয়। ফ্যাসিস্ট শিক্ষকদের বিরুদ্ধে ব্যবস্থা না নিয়ে উল্টো তাদের পুরস্কৃত করা হচ্ছে।

তিনি আরো বলেন, বিশ্ববিদ্যালয় প্রশাসন যদি আগামী ২৪ ঘণ্টার মধ্যে রাব্বানীসহ ফ্যাসিবাদের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ব্যর্থ হয়, তাহলে যে কোনো উদ্ভূত পরিস্থিতির সম্পূর্ণ দায় প্রশাসনকেই নিতে হবে।

রাবি অধ্যাপকের বিরুদ্ধে বিয়ের প্রলোভনে ধর্ষণচেষ্টার মামলা

রাবির আওয়ামীপন্থি ২ ডেপুটি রেজিস্ট্রার গ্রেপ্তার

ইসির সিদ্ধান্তের প্রতিবাদে শাবিতে বিক্ষোভ, শাকসু ভবন ঘেরাও

ইসির সিদ্ধান্তের কারণে শাকসু নির্বাচন স্থগিত হবে: নির্বাচন কমিশন

জবি ছাত্রশিবিরের সভাপতি রিয়াজুল, সেক্রেটারি আরিফ

জবির স্টাফ বাসে কর্মকর্তার বিরুদ্ধে ছাত্রীদের হেনস্তার অভিযোগ

নিয়োগে অনিয়ম, খুবির দুই শিক্ষক সাময়িক বহিষ্কার

প্রথম আলো ও সমকাল একপেশে সংবাদ প্রকাশ করেছে : চাকসু জিএস

ঢাবিতে শুরু হচ্ছে শহীদ ওসমান হাদি স্মৃতি বইমেলা

গুচ্ছ ভর্তি প্রক্রিয়ায় যুক্ত হলো নওগাঁ বিশ্ববিদ্যালয়, বাড়ল আবেদনের সময়সীমা