হোম > ফিচার > ক্যাম্পাস

শিবিরের শুভেচ্ছাবার্তার বিপরীতে ছাত্রদলের আক্রমণাত্মক স্লোগান

প্রতিনিধি, নোবিপ্রবি

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) শাখা ছাত্রদলের নতুন কমিটিকে শুভেচ্ছা-অভিনন্দন জানিয়েছে নোবিপ্রবি শাখা ছাত্রশিবির। কিন্তু এর বিপরীতে ছাত্রদলের নতুন কমিটির আনন্দ মিছিল থেকে শিবিরকে কেন্দ্র করে বিভিন্ন আক্রমণাত্মক স্লোগান দিতে দেখা যায়।

সোমবার বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাসির স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে ৬০ সদস্যবিশিষ্ট এই পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়।

এতে সভাপতি করা হয়েছেন কৃষি বিভাগের ২০১৩-১৪ সেশনের শিক্ষার্থী জাহিদ হাসান এবং সাধারণ সম্পাদক করা হয়েছেন ফিশারিজ অ্যান্ড মেরিন সায়েন্স বিভাগের ২০২১-২২ সেশনের শিক্ষার্থী হাবিবুল হাসান হাসিবকে।

কমিটি প্রকাশের পরই নতুন কমিটিকে সামাজিক যোগাযোগমাধ্যমে শুভেচ্ছা ও অভিনন্দন জানায় নোবিপ্রবি ইসলামি ছাত্রশিবির।

এক যৌথ অভিনন্দন বার্তায়, নোবিপ্রবি ছাত্রশিবিরের সভাপতি আরিফুল ইসলাম ও সেক্রেটারি আরিফুর রহমান সৈকত বলেন, ‘ছাত্রদল নোবিপ্রবি শাখার নবগঠিত কমিটির সভাপতি, সাধারণ সম্পাদকসহ প্রত্যেককে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।’

এদিকে দীর্ঘ সময় পর কমিটি গঠন হলে ক্যাম্পাস ও এর আশেপাশে এলাকায় আনন্দ মিছিল করে ছাত্রদল। সেখানে ছাত্রশিবিরকে উদ্দেশ্য করে বিভিন্ন স্লোগান দিতে দেখা যায় ছাত্রদলের নব গঠিত নেতা কর্মীদের। মিছিলে ‘বট বাহিনীর ঠিকানা, এই ক্যাম্পাসে হবে না,’ ‘গুপ্তদের ঠিকানা, এই ক্যাম্পাসে হবে না’ বলে স্লোগান দেয় ছাত্রদলের নেতাকর্মীরা।

এ বিষয়ে জানতে চাইলে নোবিপ্রবি ছাত্রদলের সভাপতি জাহিদুল ইসলাম বলেন, ‘কোনো ধরনের গুপ্ত রাজনীতি হতে পারে না। তাদেরকে কেউই চিনে না, তাহলে তাদের সাথে কিভাবে ছাত্ররা কাজ করবে। এভাবে গুপ্ত থেকে তারা সন্ত্রাস ও অন্যান্য কাজগুলো ঘটাচ্ছে। ক্যাম্পাসে রাজনীতি নিষিদ্ধ থাকা সত্ত্বেও গুপ্ত থেকে তারা বিভিন্ন অপরাধমূলক কাজ করছে। সেটা কিভাবেই মেনে নেয়া যায় না। তাদেরকে সবার সামনে নিজের পরিচয় প্রদান করে রাজনীতি করার আহ্বান জানাচ্ছি।’

এ আক্রমণাত্মক স্লোগানের সম্পর্কে জানতে চাইলে ছাত্রশিবিরের নোবিপ্রবি শাখার সভাপতি আরিফুল ইসলাম বলেন, ‘তাদের মিছিলের স্লোগান আমরাও শুনেছি। এখানে তারা সরাসরি ছাত্রশিবিরের নাম নিয়ে কিছু বলেনি। তাই আমরা এ বিষয়ে কোনো মন্তব্য করব না। তারা যে গুপ্ত রাজনীতির কথা বলছে, কিছুদিন আগে আমরা ৬০০-৭০০ শিক্ষার্থীকে নিয়ে নবীন বরণ করেছি। নবীন শিক্ষার্থীদের নিয়ে ট্যুরের আয়োজন করেছি। যেটা সবাই দেখেছে এবং আমরা আমাদের নোবিপ্রবি ছাত্রশিবির ফেসবুক পেজ থেকে আগেই পোস্ট দিয়ে জানিয়েছিলাম। এসব কাজই প্রমাণ করে আমরা গুপ্ত রাজনীতি করি না।’

৯০ দিনের কার্যক্রম তুলে ধরল চাকসু

ঢাকা কলেজে শহীদ ওয়াসিম স্মৃতি সংসদের সদস্য সংগ্রহ সপ্তাহ শুরু

শাকসু নির্বাচন স্থগিতের প্রতিবাদে ক্লাস–পরীক্ষা বর্জন

জাবিপ্রবিতে ছাত্র হলের নাম পরিবর্তনে গণভোট

দেশের প্রথম বিশ্ববিদ্যালয় হিসেবে চবিতে ফ্রি লিগ্যাল এইড সেল চালু

শাকসু নির্বাচন স্থগিতের প্রতিবাদে রাবি শিবিরের মানববন্ধন

শাবিপ্রবি ছাত্র সংসদ নির্বাচন স্থগিতের ঘটনায় জাকসুর নিন্দা

জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২৬-এ শ্রেষ্ঠ বিএনসিসি গ্রুপ ঢাকা কলেজ

পরিবর্তনের প্রত্যাশায় যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উদ্যোগ

শাকসু নির্বাচন স্থগিতের প্রতিবাদে উত্তাল শাহজালাল বিশ্ববিদ্যালয়