হোম > ফিচার > ক্যাম্পাস

বেরোবিতে রাবির ভর্তি পরীক্ষায় ডিভাইসসহ এক পরীক্ষার্থী আটক

প্রতিনিধি, বেরোবি

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা দিতে আসা এক পরীক্ষার্থীকে মোবাইল ফোন ও পকেট রাউটারসহ প্রধান ফটকে আটক করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

শনিবার (১৭ জানুয়ারি) সকাল ১০টা ৩০ মিনিটে জি এম সারোয়ার আহমেদ নামে ওই পরীক্ষার্থী কেন্দ্রে প্রবেশ করার সময় তাকে আটক করে প্রক্টোরিয়াল টিম। পরে তাকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

এ বিষয়ে বেরোবির প্রক্টর ড. ফেরদৌস রহমান বলেন, ওই পরীক্ষার্থীকে আটক করে পুলিশে হস্তান্তর করা হয়েছে। প্রাথমিক তদন্তে তার সঙ্গে কোনো চক্রের সম্পৃক্ততা পাওয়া যায়নি, তবে অসদুপায় অবলম্বনের চেষ্টার কারণে তাকে পরীক্ষায় অংশগ্রহণ থেকে বিরত রাখা হয়েছে। পরীক্ষা শেষে আমাদের লিগাল সেল ও মোবাইল কোর্টসহ সংশ্লিষ্টরা বসে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন।

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের প্রধান অধ্যাপক আবু নাসের মো. ওয়াহিদ বলেন, যদি কোনো শিক্ষার্থী অসদুপায় অবলম্বন করে অথবা তার কাছে কোনো অবৈধ কিছু পাওয়া যায়, তাহলে বিশ্ববিদ্যালয়ের প্রক্টোরিয়াল বডি ও প্রশাসন বিষয়টি দেখবে। আর যদি হল বা কেন্দ্রের বাইরে কোনো অপরাধ ঘটে, সেটি প্রচলিত আইনের আওতায় পড়বে। এখানে দুইভাবে বিষয়টি সমাধান করা যায়—প্রথমত, বিশ্ববিদ্যালয় প্রশাসন ব্যবস্থা নিতে পারে; দ্বিতীয়ত, পুলিশের মাধ্যমে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া যেতে পারে।

শাকসু নির্বাচন ঘিরে উৎসবমুখর প্রচার

রাবি বিকল্প সাহিত্যের নেতৃত্বে সামসুল-ইমরান

শহীদ হাদি হত্যার বিচারের দাবিতে ইবিতে বিক্ষোভ-সমাবেশ

রাবি ভর্তি পরীক্ষায় শিক্ষার্থীদের পাশে রাকসুসহ বিভিন্ন ছাত্রসংগঠন

ভর্তি পরীক্ষার্থীদের সহায়তায় জবির বিএনসিসি-রেঞ্জার-রোভাররা

শাকসু নির্বাচন ২০ জানুয়ারিতেই হচ্ছে, অনুমতি দিল ইসি

চবিতে উপাচার্য, উপ-উপাচার্য ও রেজিস্ট্রারের পদত্যাগ দাবি ছাত্রদলের

চবি উপাচার্য ও উপ-উপাচার্যের পদত্যাগ দাবি ছাত্রদলের

চবিতে দুদকের অভিযান

শাকসু নির্বাচন, অঙ্গীকারনামা প্রত্যাখ্যান করে স্মারকলিপির সিদ্ধান্ত