হোম > ফিচার > ক্যাম্পাস

আইন ও ভূমি বিভাগে উন্নয়নের দাবিতে জবি ছাত্র ফ্রন্টের ‘দাবি সপ্তাহ’

প্রতিনিধি, জবি

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) আইন ও ভূমি প্রশাসন বিভাগে একাডেমিক ও অবকাঠামোগত উন্নয়নের দাবিতে ‘দাবি সপ্তাহ’ কর্মসূচি শুরু করেছে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট, জবি শাখা।

রোববার শুরু হওয়া এ কর্মসূচি চলবে এক সপ্তাহব্যাপী। কর্মসূচির অংশ হিসেবে সংগঠনের নেতাকর্মীরা বিভাগের শিক্ষার্থীদের কাছে গিয়ে স্বাক্ষর সংগ্রহ করছেন। এই স্বাক্ষর সংগ্রহের মাধ্যমে তারা ১৩টি প্রস্তাবনাকে আনুষ্ঠানিক দাবিতে রূপান্তর করে বিভাগীয় প্রশাসন ও বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে পেশ করবেন।

সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের নেতারা জানান, আইন ও ভূমি প্রশাসন বিভাগে দীর্ঘদিন ধরে শিক্ষার্থীদের নানা মৌলিক ও একাডেমিক সমস্যা রয়ে গেছে। এসব সমস্যার সমাধান এবং বিভাগের মানোন্নয়নের লক্ষ্যে শিক্ষার্থীদের ঐক্যবদ্ধ কণ্ঠস্বর গড়ে তুলতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।

ছাত্র ফ্রন্টের প্রস্তাবনায় বলা হয়েছে, বিভাগের নিজস্ব সেমিনার কক্ষ স্থাপন, পর্যাপ্ত ক্লাসরুম বৃদ্ধি, স্থায়ী শিক্ষক নিয়োগের মাধ্যমে শিক্ষক সংকট নিরসন ও বাজেট বৃদ্ধির দাবি জানিয়েছেন শিক্ষার্থীরা। পাশাপাশি একাডেমিক কার্যক্রমে ‘ল্যান্ড সার্ভে’–সংক্রান্ত ফিল্ডওয়ার্ক ও ‘কোর্ট ভিজিট’ অন্তর্ভুক্ত করা, পৃথক মুট কোর্ট রুম স্থাপন এবং মাসিক মুট কোর্ট সেশন আয়োজনেরও দাবি তোলা হয়েছে।

এ ছাড়া বিভাগের ক্লাসরুমে প্রজেক্টর ও কার্যকর সাউন্ড সিস্টেম স্থাপন, নষ্ট ফ্যান মেরামত, নারী ও পুরুষ শিক্ষার্থীদের ওয়াশরুমে প্রয়োজনীয় সংস্কার, অ্যালামনাই কার্যক্রম সক্রিয়করণ এবং ‘ল্যান্ড ল ক্লাব’কে গতিশীল করার জন্য আর্থিক ও প্রশাসনিক সহযোগিতা চাওয়া হয়েছে।

ছাত্র ফ্রন্টের নেতারা বলেন, “আইন ও ভূমি প্রশাসন বিভাগের শিক্ষার্থীদের শিক্ষার মান উন্নয়ন ও একাডেমিক উৎকর্ষের জন্য এই দাবিগুলো যুক্তিসঙ্গত ও সময়োপযোগী। আমরা বিশ্বাস করি, ঐক্যবদ্ধ প্রচেষ্টার মাধ্যমেই বিভাগটির সামগ্রিক উন্নয়ন সম্ভব।”

ঢাবিতে মাদক, ভবঘুরে ও ভ্রাম্যমাণ দোকানি সিন্ডিকেটের দৌরাত্ম্য

সুইমিংপুলে সাঁতার কাটতে গিয়ে রাবি শিক্ষার্থীর মৃত্যু

কুবি শিক্ষার্থীকে ছাত্রদল কর্মীর হুমকি, প্রতিবাদে ক্যাম্পাসে বিক্ষোভ

বিশ্বমানে পৌঁছাতে নবীন শিক্ষার্থীরাই অগ্রদূত: ডুয়েট উপাচার্য

সাজিদ হত্যার তদন্তে আরো সময় চেয়েছে সিআইডি

সাজিদ হত্যা: বিচারহীনতার ১০১ দিনে প্রতীকী ‘লাশ মিছিল’

জবিতে ইউটিএল শাখার আহ্বায়ক ড. আবু লায়েক, সদস্যসচিব ড. আসাদুজ্জামান

ডাকসুর ৩৫ বছরের আয়-ব্যয়ের হিসাব নেই

শুধু এতটুকু নিশ্চিত করুন, ছাত্রদল আমার কিছু করবে না

ঢাবিতে মাদক-ভবঘুরে ও ভ্রাম্যমাণ দোকানি সিন্ডিকেটের বিক্ষোভ মিছিল