দ্রুততম সময়ের মধ্যে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (শাকসু) নির্বাচন আয়োজনের দাবিতে গ্রাফিতি অঙ্কন করেছেন বিশ্ববিদ্যালয়ের কিছু শিক্ষার্থী। শুক্রবার বিকালে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন দেয়ালে এসব গ্রাফিতি অঙ্কন করেন তারা।
গ্রাফিতি অঙ্কন প্রসঙ্গে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শাবিপ্রবি আহ্বায়ক পলাশ বখতিয়ার বলেন, নতুন প্রশাসন দায়িত্ব নেওয়ার পর এক বছর পেরিয়ে গেছে। কিন্তু এখনো শাকসু নির্বাচন আয়োজন করতে পারেনি তারা। শুরু থেকে আমরা প্রশাসনের কাছ থেকে শুধু আশ্বাস পেয়ে আসছি।
চব্বিশের গণঅভ্যুত্থানের পর আমরা নতুন আঙ্গিকে ছাত্র রাজনীতি শুরু করতে চেয়েছিলাম কিন্তু প্রশাসনের ব্যর্থতায় সেটা এখনো সফলতার মুখ দেখেনি। তিনি আরো বলেন, নভেম্বরের মধ্যেই শাকসু নির্বাচন আয়োজন করতে হবে, নইলে আমরা কঠোর কর্মসূচি দিতে বাধ্য হব।
বিগত সময়ের মতো এবারও দেয়ালে প্রতিবাদের ভাষা ফুটিয়ে তুলেছে জানিয়ে তিনি বলেন, সড়ক আন্দোলন, আবরার ফাহাদের হত্যার বিচার দাবি এবং চব্বিশের গণঅভ্যুত্থানেও তারা দেয়ালে প্রতিবাদের ভাষা ফুটিয়ে তুলেছিল।
এ সময় তিনি প্রশাসনের প্রতি আহ্বান জানিয়ে বলেন, শাকসু নির্বাচন করতে যদি কেউ বাধা দেয় তাহলে তাদের নাম প্রকাশ করুন।