হোম > ফিচার > ক্যাম্পাস

বিইউএফটিতে ভয়েসেস ফর প্যালেস্টাইনে সলিডারিটি ইভেন্ট অনুষ্ঠিত

আমার দেশ অনলাইন

বিজিএমইএ ইউনিভার্সিটি অব ফ্যাশন অ্যান্ড টেকনোলজি (বিইউএফটি) প্যালেস্টাইনের প্রতি সংহতি জানাতে এবং তাদের চলমান মানবিক সংগ্রাম সম্পর্কে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে “ভয়েসেস ফর প্যালেস্টাইন: এ সলিডারিটি ইভেন্ট” শিরোনামে ৩০ অক্টোবর ২০২৫ তারিখে বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস অডিটোরিয়ামে দিনব্যাপী অনুষ্ঠান আয়োজন করে। বিইউএফটি বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান জনাব ফারুক হাসানের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশে নিযুক্ত প্যালেস্টাইনের মহামান্য রাষ্ট্রদূত মি. ইউসুফ এস. ওয়াই. রামাদান।

অনুষ্ঠানে সম্মানিত অতিথি ছিলেন বিইউএফটি’র ভারপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক ড. ইঞ্জিনিয়ার আইয়ুব নবী খান। বিশেষ অতিথি ছিলেন বিইউএফটি বোর্ড অব ট্রাস্টিজের সদস্য জনাব মোহাম্মদ নাছির এবং ধানমন্ডিস্থ মসজিদ-উত-তাকওয়ার খতিব মুফতি সাইফুল ইসলাম।

বক্তারা প্যালেস্টাইনের ন্যায় ও শান্তি প্রতিষ্ঠায় বৈশ্বিক ঐক্য, মানবাধিকার রক্ষা এবং তরুণদের সম্পৃক্ততার গুরুত্ব তুলে ধরেন। কর্মকর্তা, শিক্ষক, শিক্ষার্থী ও অতিথিরা আলোচনাসভা এবং প্রদর্শনীর মাধ্যমে প্যালেস্টাইনের মানুষের প্রতি সংহতি প্রকাশ করেন। প্রধান অতিথি মানবতা ও বৈশ্বিক সংহতির মূল্যবোধে বিশ্বাসী এমন একটি আয়োজন করার জন্য বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান।

সভাপতি তার বক্তব্যে বলেন, এই আয়োজন বিইউএফটি’র শিক্ষার্থীদের সামাজিকভাবে দায়িত্বশীল ও বৈশ্বিক দৃষ্টিসম্পন্ন নাগরিক হিসেবে গড়ে তোলার প্রতিফলন। অনুষ্ঠানের সমাপ্তি ঘটে ডকুমেন্টারি প্রদর্শনী, আর্ট এক্সিবিশন ও ফটো গ্যালারি ওয়াক-এর মাধ্যমে, যা ঐক্য, সহমর্মিতা এবং প্যালেস্টাইনের প্রতি দীর্ঘস্থায়ী সমর্থনের এক শক্তিশালী বার্তা বহন করে।

ঢাবি উপ-উপাচার্যের সঙ্গে ইইউ রাষ্ট্রদূতের সাক্ষাৎ

হিজাব পড়ায় ঢাবিতে নারী শিক্ষার্থীকে হেনস্তার অভিযোগ

মাস্টার্সে ৩.৯৫ পেয়ে প্রশংসায় ভাসছেন ঢাবি ছাত্রদল নেতা গিফারী

স্নাতকের শেষ দিনে ব্যতিক্রমী আয়োজন জবি শিক্ষার্থীদের

জকসু নির্বাচনে প্রশাসন একটি বিশেষ গোষ্ঠীকে সুবিধা দিতে তাড়াহুড়ো করেছে: জবি ছাত্রদল

সামাজিক দায়বদ্ধতা থেকে মাদকবিরোধী কার্যক্রমে এগিয়ে আসতে হবে : জবি উপাচার্য

জাতীয় বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন পরীক্ষার ফি কমছে

‘ধর্ম অবমাননার’ অভিযোগে ঢাবির শিক্ষার্থী বহিষ্কার

জকসুতে অংশ নিতে পারবে না নিষিদ্ধ ছাত্রলীগ

জকসু নির্বাচনে কমিশন গঠন, ক্যাম্পাসে উচ্ছ্বাস