হোম > ফিচার > ক্যাম্পাস

শাকসু নির্বাচন ঘিরে উৎসবমুখর প্রচার

২৮ বছরের প্রতীক্ষার অবসান

মাঈন উদ্দিন, শাবিপ্রবি

দীর্ঘ প্রায় ২৮ বছর পর আগামী ২০ জানুয়ারি অনুষ্ঠিত হতে যাচ্ছে সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (শাকসু) ও হল সংসদ নির্বাচন । গত বৃহস্পতিবার রাতে নির্বাচন অনুষ্ঠানের অনুমতি দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। এ-সংক্রান্ত একটি প্রজ্ঞাপনও ইতোমধ্যে জারি করা হয়েছে।

বহুল প্রতীক্ষিত নির্বাচনকে ঘিরে প্রার্থীদের প্রচারে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়েছে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসজুড়ে। গত দুদিন ধরে সরেজমিন ক্যাম্পাসে ঘুরে দেখা যায়, প্রার্থীরা দলবেঁধে ভোটারদের সঙ্গে কথা বলছেন। তারা শিক্ষার্থীদের প্রত্যাশা শুনছেন এবং নিজেদের ভাবনা ও পরিকল্পনার কথা তুলে ধরছেন। লিফলেট বিতরণের মাধ্যমে ভোটারদের মনোযোগ আকর্ষণের চেষ্টাও করছেন। এতে সাধারণ শিক্ষার্থীদের মধ্যেও ব্যাপক আগ্রহ ও আলোচনার সৃষ্টি হয়েছে।

একাধিক শিক্ষার্থীর সঙ্গে কথা বলে জানা গেছে, দীর্ঘদিন পর আবার একটি ছাত্র সংসদ পেতে যাচ্ছেন বলে তারা উচ্ছ্বসিত। শিক্ষার্থীরা জানান, সাধারণ শিক্ষার্থীদের অধিকার আদায়ে কথা বলবেÑএমন প্রতিনিধিত্বশীল ছাত্র সংসদই তাদের প্রত্যাশা। এছাড়া অনেক শিক্ষার্থী উচ্ছ্বাস প্রকাশ করে বলেন, এরকম উৎসবমুখর পরিবেশ তৈরির জন্য হলেও প্রতিবছর ছাত্র সংসদ নির্বাচন হওয়া দরকার। তাদের মতে, নিয়মিত ছাত্র সংসদ নির্বাচন হলে সুষ্ঠু রাজনৈতিক চর্চা গড়ে উঠবে এবং দায়িত্বশীল নেতৃত্ব তৈরি হবে।

এদিকে, কেন্দ্রীয় সংসদের পাশাপাশি হল সংসদের প্রার্থীরাও প্রচারে সক্রিয় রয়েছেন। নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, হল সংসদ নির্বাচনে সংশ্লিষ্ট হলের সঙ্গে যুক্ত সব শিক্ষার্থী ভোট দিতে পারবেন। ফলে অনাবাসিক শিক্ষার্থীদের কাছে পৌঁছাতেও প্রচার চালাচ্ছেন হল সংসদের প্রার্থীরা।

এবারের শাকসু নির্বাচনকে কেন্দ্র করে তিনটি প্যানেল গঠিত হয়েছে। এগুলো হলোÑছাত্রদল সমর্থিত ‘সম্মিলিত সাস্টিয়ান ঐক্য’, শিবির সমর্থিত ‘দুর্বার সাস্টিয়ান ঐক্য’ এবং সাধারণ শিক্ষার্থীদের সমন্বয়ে গঠিত আংশিক প্যানেল ‘সাধারণের ঐক্যস্বর’। এছাড়া বিভিন্ন পদে বেশ কয়েকজন স্বতন্ত্র প্রার্থীও প্রতিদ্বন্দ্বিতা করছেন।

দুর্বার সাস্টিয়ান ঐক্য প্যানেলের সাধারণ সম্পাদক প্রার্থী (জিএস) মুজাহিদুল ইসলাম বলেন, আমি ও আমার প্যানেলের প্রার্থীরা শিক্ষার্থীদের কাছে যাচ্ছি। তারা আমাদের খুবই সুন্দরভাবে স্বাগত জানাচ্ছেন।

তিনি আরো বলেন, আজ আমি অনেক বেশি আনন্দিত। কারণ, এই শাকসু নির্বাচনের জন্য আমাদের অনেক আন্দোলন-সংগ্রাম করতে হয়েছে। নির্বাচনকে কেন্দ্র করে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে উৎসব বিরাজ করছে। সব প্রার্থীই যোগ্যতা ও দক্ষতার মাপকাঠিতে যোগ্য। আমি প্রত্যাশা করি, নির্বাচন এরকম উৎসবমুখর পরিবেশেই অনুষ্ঠিত হবে।

সাধারণের ঐক্যস্বর প্যানেলের এজিএস প্রার্থী হাফিজুল ইসলাম বলেন, সাধারণ শিক্ষার্থীদের প্রতিনিধিত্ব করার জন্য নির্বাচনে অংশগ্রহণ করছি। আমরা শিক্ষার্থীদের কাছে যাচ্ছি। তারা আমাদের প্রতি খুবই ইতিবাচক। শিক্ষার্থীদের বড় একটি অংশ আর কোনো দলীয় বলয়ের ভেতরে যেতে ইচ্ছুক নন। তারা তাদের ভোটে তাদের প্রতিনিধি নির্বাচন করতে চান। সে জায়গা থেকে আমাদের প্রতি শিক্ষার্থীদের আস্থা অনেক। আমরা সেটি বাস্তবায়ন করতে প্রতিজ্ঞাবদ্ধ।

সম্মিলিত সাস্টিয়ান ঐক্য প্যানেলের এজিএস প্রার্থী জহিরুল ইসলাম বলেন, শাকসুকে কেন্দ্র করে আমি দেড় বছর আগে থেকেই কাজ করে আসছি। সে সুবাদে শিক্ষার্থীরা আমাকে সুন্দরভাবে গ্রহণ করেছেন। শিক্ষার্থীদের ভালোবাসায় সিক্ত হচ্ছি। নির্বাচনে জয়-পরাজয় সমস্যা নয়। এই শাকসুর জন্য শিক্ষার্থীদের ভালোবাসা পাচ্ছি, সেটাই আমার জন্য বড় বিষয়।

তিনি বলেন, আমি স্বৈরাচারবিরোধী আন্দোলনসহ আমাদের বিশ্ববিদ্যালয়কেন্দ্রিক সব আন্দোলনে অগ্রভাগে ছিলাম। তাছাড়া আমি শেষ দেড় বছরে শিক্ষার্থীদের দাবির পরিপ্রেক্ষিতে অনেক কিছু প্রশাসনের কাছ থেকে আদায় করতে সেতু হিসেবে ভূমিকা পালন করেছি। সে হিসেবে আমি মনে করি শিক্ষার্থীরা আমাকে ভোট দিয়ে জয়ী করবেন।

নির্বাচন কমিশনের চূড়ান্ত প্রার্থী তালিকা অনুযায়ী, এবারের শাকসু কেন্দ্রীয় সংসদে মোট ৯৭ জন বিভিন্ন পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর মধ্যে সহসভাপতি (ভিপি) পদে চার, সাধারণ সম্পাদক (জিএস) পদে সাত এবং সহসাধারণ সম্পাদক (এজিএস) পদে চার প্রার্থী রয়েছেন।

কেন্দ্রীয় সংসদে ছাত্রীবিষয়ক সম্পাদক পদ ছাড়া নারী প্রার্থী রয়েছেন তিনজন। সব মিলিয়ে লম্বা বিরতির পর শাকসু নির্বাচন শাবিপ্রবিতে গণতান্ত্রিক চর্চার নতুন সম্ভাবনা সৃষ্টি করবে।

সম্পাদনায় : আলম

রাবি বিকল্প সাহিত্যের নেতৃত্বে সামসুল-ইমরান

শহীদ হাদি হত্যার বিচারের দাবিতে ইবিতে বিক্ষোভ-সমাবেশ

রাবি ভর্তি পরীক্ষায় শিক্ষার্থীদের পাশে রাকসুসহ বিভিন্ন ছাত্রসংগঠন

ভর্তি পরীক্ষার্থীদের সহায়তায় জবির বিএনসিসি-রেঞ্জার-রোভাররা

শাকসু নির্বাচন ২০ জানুয়ারিতেই হচ্ছে, অনুমতি দিল ইসি

চবিতে উপাচার্য, উপ-উপাচার্য ও রেজিস্ট্রারের পদত্যাগ দাবি ছাত্রদলের

চবি উপাচার্য ও উপ-উপাচার্যের পদত্যাগ দাবি ছাত্রদলের

চবিতে দুদকের অভিযান

শাকসু নির্বাচন, অঙ্গীকারনামা প্রত্যাখ্যান করে স্মারকলিপির সিদ্ধান্ত

শাকসু নিয়ে উত্তপ্ত ক্যাম্পাস, সিদ্ধান্তহীনতায় নির্বাচন কমিশন