হোম > ফিচার > ক্যাম্পাস

জুবায়েদ হত্যার বিচারের দাবিতে ঢাকা কলেজ ছাত্রদলের বিক্ষোভ

স্টাফ রিপোর্টার

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল নেতা জুবায়েদ হোসেনকে নির্মমভাবে হত্যার প্রতিবাদ ও দোষীদের দ্রুত বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল করেছে ঢাকা কলেজ ছাত্রদল।

সোমবার বেলা ১১ টায় ঢাকা কলেজের শহীদ মিনার থেকে এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলটি শহীদ মিনার থেকে শুরু হয়ে ঢাকা কলেজের আবাসিক হল পাড়া প্রদক্ষিণ করে বকুল চত্বরে গিয়ে শেষ হয়।

এসময় ঢাকা কলেজ ছাত্রদলের আহ্বায়ক পিয়াল হাসান বলেন- জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থী টিউশন করাতে গিয়ে কতিপয় উগ্র সন্ত্রাসী কর্তৃক হত্যার শিকার হয়েছে। আমরা দেখতে পেয়েছি সেই লাশ দীর্ঘক্ষণ সিঁড়িতে পড়েছিল। পরবর্তীতে যখন জবি ও ঢাবি শিক্ষার্থীসহ সারা বাংলাদেশের ছাত্রদল রাজপথে প্রতিবাদ জানায় তখন পুলিশ সেখানে গিয়ে সেই লাশ উদ্ধার করে।

তিনি আরও বলেন, আমরা এর আগেও দেখেছি ঢাবি শিক্ষার্থী সাম্য ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী জাহিদুল ইসলাম পারভেজ হত্যার শিকার হয়েছে। আমরা বুঝতে পেরেছি আইন-আদালত যখন ভঙ্গুর অবস্থায় থাকে এবং রাষ্ট্র যখন সঠিক নিয়মে চলে না, প্রশাসন যখন শক্তিশালী থাকে না ঠিক এমন পরিস্থিতিতেই অপরাধ ও হত্যাকাণ্ড বেড়ে যায়। আমরা ঢাকা কলেজ ছাত্রদলের পক্ষ থেকে জুবায়েদ হত্যার বিচার চাই।

এছাড়াও ঢাকা কলেজ ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক মামুনুর রশীদ বলেন- আমরা অন্তর্বর্তীকালীন (ইন্টিরিম) সরকারকে বলে দিতে চাই, রাষ্ট্রে এই ধরনের হত্যাকাণ্ড যদি চলতে থাকে তাহলে আপনাদের কাজটা কি? দেশের আইন-শৃঙ্খলার এতো অবনতি কেন?

তিনি বলেন, আমরা দেখতে পারছি বর্তমানে দেশের বিভিন্ন জায়গায় একযোগে অগ্নিকাণ্ড সংঘটিত হচ্ছে। সেগুলো আসলে কোনো ষড়যন্ত্র কিনা, সেগুলোর কেন সুষ্ঠু তদন্ত করে কোনো পদক্ষেপ গ্রহণ করতে পারছেন না। তাহলে বুঝা যাচ্ছে আপনারা ব্যর্থ।

জবি শিক্ষার্থী হত্যাকাণ্ডে স্বরাষ্ট্র উপদেষ্টার পদক্ষেপের দাবি জানিয়ে তিনি আরও বলেন, আমরা আর দেখতে চাই না কেউ খুন করে বাহিরে ঘুরে বেড়াবে। বিচারহীনতা ছিল বিগত ফ্যাসিবাদী খুনি হাসিনার ১৬ বছর, আমরা কোনোভাবেই আর সেই বিচারহীনতায় ভুগতে চাই না। যেহেতু জুলাই গণঅভ্যুত্থানের মাধ্যমে সেই ফ্যাসিবাদী খুনি হাসিনার পতন হয়েছে। আমরা চাই আর কোনো মায়ের বুক খালি না হোক, আর কোনো শিক্ষার্থীর লাশ সিঁড়িতে পড়ে না থাকুক। অবিলম্বে হত্যাকারীদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা হোক। অন্যথায় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল রাজপথে এর কঠিন জবাব দিবে।

জগন্নাথ বিশ্ববিদ্যালয় দিবস পালিত হবে ২৭ অক্টোবর

শাকসু নির্বাচনের দাবিতে অবস্থান কর্মসূচি ঘোষণা শিক্ষার্থীদের

পার্বত্য চট্টগ্রাম ছাত্র সংসদের জবি শাখার নেতৃত্বে জহিরুল–ফাহিম

বিচার যেন গ্রেপ্তারের মধ্যেই সীমাবদ্ধ না থাকে: জবি উপাচার্য

গবেষণা ও উদ্ভাবনের নবদিগন্তে

দীপাবলির আলোয় জোবায়েদ স্মরণে জবি শিক্ষার্থীদের মোমবাতি প্রজ্বালন

তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে ঢাকা কলেজে মশাল মিছিল

নকল গবেষণাপত্র বিতর্ক: শেকৃবি ভিসির সিভিতেই যুক্ত ছিল সেই প্রবন্ধ

হাবিপ্রবিতে তিন দিন ব্যাপী আন্তর্জাতিক ছায়া জাতিসংঘ সম্মেলন

ছাত্রদল নেতা জুবায়েদ হত্যার প্রতিবাদে জাবিতে বিক্ষোভ