হোম > ফিচার > ক্যাম্পাস

আগামী সোমবার শাকসুর রোডম্যাপ: শাবিপ্রবির ভারপ্রাপ্ত ভিসি

প্রতিনিধি, শাবিপ্রবি

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ (শাকসু) নির্বাচনের রোডম্যাপ ঘোষণার দাবিতে ক্যাম্পাসে অবস্থান কর্মসূচি পালন করেছেন সাধারণ শিক্ষার্থীরা।

বুধবার বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে এ কর্মসূচি পালন করেন তারা। বেলা ৩টায় শুরু হওয়া এ কর্মসূচি প্রশাসনের আশ্বাসে বিকাল ৫টায় শেষ হয়। প্রশাসন জানিয়েছে, আগামী সোমবার নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করা হবে।

এ সময় ‘প্রশাসন রিমেম্বার, শাকসু ইন নভেম্বর’, ‘শাকসু নিয়ে টালবাহানা, চলবে না’, ‘উই ওয়ান্ট শাকসু’, ‘শাকসুর রোডম্যাপ, দিতে হবে”, ‘শাকসু চাই, শাকসু দাও, নইলে গদি ছাইড়া দাও’-সহ বিভিন্ন স্লোগান দিতে থাকেন শিক্ষার্থীরা।

অবস্থানের একপর্যায়ে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত ভিসি অধ্যাপক ড. সাজেদুল করিম শিক্ষার্থীদের সঙ্গে দেখা করে বলেন, ভিসি স্যার বর্তমানে ঢাকায় ছুটিতে আছেন। আমরা স্যারের সঙ্গে যোগাযোগ করেছি এবং শিক্ষার্থীদের দাবির বিষয়ে জানিয়েছি। তিনি আশ্বস্ত করেছেন, আগামী সোমবার ঢাকা থেকে এসে নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করবেন। এছাড়া ওই দিনই নির্বাচন কমিশন গঠন করা হবে।

আন্দোলনে অংশ নেওয়া ইংরেজি বিভাগের শিক্ষার্থী দেলোয়ার হোসেন শিশির বলেন, আমরা স্পষ্টভাবে বলছি, শাকসু বানচালের চেষ্টা চলছে। শিক্ষার্থীরা এটা কোনোভাবেই মেনে নেবে না। যদি আগামী সোমবার ভিসি এসে নির্বাচন কমিশন গঠন করে রোডম্যাপ ঘোষণা না করেন, তাহলে প্রশাসনিক ভবনে তালা ঝুলিয়ে বিশ্ববিদ্যালয়ের সব কার্যক্রম বন্ধ করে দেওয়া হবে।

এর আগে ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. সরওয়ারউদ্দিন চৌধুরী গণমাধ্যমে জানিয়েছিলেন, শাকসু নির্বাচন আগামী নভেম্বরের দ্বিতীয় সপ্তাহে অনুষ্ঠিত হবে। তবে অক্টোবরের শেষভাগে এসেও নির্বাচন কমিশন গঠন না হওয়ায় শিক্ষার্থীদের মাঝে শাকসু নির্বাচন নিয়ে অনিশ্চয়তা ও শঙ্কা বাড়ছে।

দুদিনব্যাপী মেহেদী উৎসব ইবি ‘ছাত্রী সংস্থা’র প্রকাশ্য কার্যক্রম শুরু

জোবায়েদ হত্যাকাণ্ডে আইনের ফাঁকে যেন কেউ বেরিয়ে না যায়

জোবায়েদ হত্যার বিচারের দাবিতে জবি শিক্ষার্থীদের বিক্ষোভ

বুয়েট শিক্ষার্থী শ্রীশান্ত কারাগারে

রাকসুর গ্যাজেট প্রকাশ আজ, শপথ ২৬ অক্টোবর

জগন্নাথ বিশ্ববিদ্যালয় দিবস পালিত হবে ২৭ অক্টোবর

শাকসু নির্বাচনের দাবিতে অবস্থান কর্মসূচি ঘোষণা শিক্ষার্থীদের

পার্বত্য চট্টগ্রাম ছাত্র সংসদের জবি শাখার নেতৃত্বে জহিরুল–ফাহিম

বিচার যেন গ্রেপ্তারের মধ্যেই সীমাবদ্ধ না থাকে: জবি উপাচার্য

গবেষণা ও উদ্ভাবনের নবদিগন্তে