হোম > ফিচার > ক্যাম্পাস

বিদেশিদের কাছে চট্টগ্রাম বন্দর লিজ দেওয়ার নিন্দা জানিয়ে ঢাবিতে বিক্ষোভ

প্রতিনিধি, ঢাবি

চট্টগ্রাম বন্দরের লিজ বিদেশি প্রতিষ্ঠানের কাছে দেওয়ার প্রচেষ্টার নিন্দা জানিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) বিক্ষোভ ও ফ্ল্যাগ মিছিল করেছে ‘স্টুডেন্টস ফর সভরেন্টি’ নামের একটি সংগঠন।

বুধবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে সংক্ষিপ্ত সমাবেশ শেষে মিছিল বের করে শাহবাগে গিয়ে কর্মসূচি শেষ করে তারা।

সমাবেশ ও মিছিলে অংশগ্রহণকারীরা “আমার মাটি আমার মা, বিদেশিদের দেবো না”, “কামলা না মালিক, মালিক মালিক”, “দেশি না বিদেশি, দেশি দেশি”- সহ বিভিন্ন স্লোগান দেন তারা।

সমাবেশে সংগঠনটির আহ্বায়ক জিয়াউল হক বলেন, “বাংলাদেশের কোনো সেক্টরই দুর্নীতিমুক্ত নয়। তাহলে শুধু চট্টগ্রাম বন্দরের দুর্নীতির কথা বলে বিদেশিদের হাতে লিজ দেওয়ার চেষ্টা কেন? দুর্নীতি দেখিয়ে দেশের গুরুত্বপূর্ণ বন্দরকে বিদেশি কোম্পানির হাতে তুলে দেওয়া বাংলাদেশের বিরুদ্ধে অবস্থান নেওয়ার শামিল।”

তিনি বলেন, “ডিপি ওয়ার্ল্ড বা এপিএম টার্মিনালকে কনসেশন দেওয়া মানে শুধু একটি কোম্পানি নয়, বরং এর মাধ্যমে ভারত, ইসরাইল, আমেরিকাসহ বিভিন্ন বিদেশি স্বার্থ চট্টগ্রাম বন্দরে প্রবেশাধিকার পাবে। এতে দেশের সার্বভৌমত্ব ও নিরাপত্তা ঝুঁকির মুখে পড়বে।”

জিয়াউল হক আরও বলেন, “দুর্নীতি, সক্ষমতা কিংবা আধুনিকায়নের কথা বলে চট্টগ্রাম বন্দর বিদেশি কন্ট্রোলে দেওয়ার অপচেষ্টা চলছে। শিক্ষার্থী সমাজসহ দেশের মানুষকে এ বিষয়ে সচেতন হয়ে প্রতিরোধ গড়ে তুলতে হবে।”

চাঁদাবাজির অভিযোগ তুলে ডাকসুর নাটকীয়তা

হাফেজদের সম্মানে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে ব্যতিক্রমী আয়োজন

রাবির ‘এ’ ইউনিটের ফল প্রকাশ

শাকসুর দাবিতে শাবিপ্রবিতে ফের বিক্ষোভ

রাবির ‘বি’ ইউনিটের পরীক্ষার মাধ্যমে শেষ হলো ভর্তিযুদ্ধ

ইবিতে ‘হ্যাঁ’ ভোটের পক্ষে জাতীয় ছাত্রশক্তির প্রচারণা সভা

জবির সিন্ডিকেট সদস্য হলেন অধ্যাপক ড. মঞ্জুর মুর্শেদ

ক্যাম্পাসে সাউন্ড বক্স ও মাইক বাজানোয় নিষেধাজ্ঞা জবি প্রশাসনের

রমজান উপলক্ষে জবিতে ২৬ ফেব্রুয়ারি থেকে অনলাইনে ক্লাস

৯০ দিনের কার্যক্রম তুলে ধরল চাকসু