নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) ফ্যাসিস্ট আওয়ামীলীগপন্থী শিক্ষক-কর্মকর্তাদের পদোন্নতি ও বিভিন্ন সুবিধাজনক পদে পদায়নের প্রতিবাদে মানববন্ধন করেছে নোবিপ্রবি ছাত্রদল।
বুধবার সন্ধ্যায় নোবিপ্রবি ছাত্রদল এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, (১২ নভেম্বর) দুপুরে বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়। এতে ছাত্রদলের নেতাকর্মীরা ছাড়াও বিভিন্ন বিভাগের শিক্ষার্থীগণ অংশগ্রহণ করেন।
এসময় উপস্থিত ছিলেন নোবিপ্রবি ছাত্রদলের সভাপতি জাহিদ হাসান, সাধারণ সম্পাদক হাসিবুল হাসান, সিনিয়র সহ-সভাপতি মো. সাব্বির হোসেন শান্ত, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম বুলবুল এবং সাংগঠনিক সম্পাদক মো. আলীসহ নেতাসহ অনেকে।
মানববন্ধনে নোবিপ্রবি ছাত্রদলের নেতৃবৃন্দ বলেন, বিশ্ববিদ্যালয়ে নির্দিষ্ট সংখ্যক ছাত্রলীগ ও ফ্যাসিস্ট আওয়ামীপন্থী শিক্ষক-কর্মকর্তাদের পুনর্বহাল ও পদায়নের চেষ্টা চলছে, আমরা তার তীব্র প্রতিবাদ জানাই।
বক্তারা আরো বলেন, বিশ্ববিদ্যালয়ে দলীয় বিবেচনায় শিক্ষক-কর্মকর্তা নিয়োগ ও পদায়ন বিশ্ববিদ্যালয়ের স্বচ্ছতা ও জবাবদিহিতার পরিপন্থি। যারা বিগত বছরগুলোতে বিশ্ববিদ্যালয়ে অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত ছিল তাদের দ্রুত সময়ের মধ্যে আইনের আওতায় আনার দাবি জানাই।