হোম > ফিচার > ক্যাম্পাস

আওয়ামীপন্থি শিক্ষক-কর্মকর্তাদের পুনর্বহালের প্রতিবাদ নোবিপ্রবিতে

জেলা প্রতিনিধি, নোয়াখালী

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) ফ্যাসিস্ট আওয়ামীলীগপন্থী শিক্ষক-কর্মকর্তাদের পদোন্নতি ও বিভিন্ন সুবিধাজনক পদে পদায়নের প্রতিবাদে মানববন্ধন করেছে নোবিপ্রবি ছাত্রদল।

বুধবার সন্ধ্যায় নোবিপ্রবি ছাত্রদল এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, (১২ নভেম্বর) দুপুরে বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়। এতে ছাত্রদলের নেতাকর্মীরা ছাড়াও বিভিন্ন বিভাগের শিক্ষার্থীগণ অংশগ্রহণ করেন।

এসময় উপস্থিত ছিলেন নোবিপ্রবি ছাত্রদলের সভাপতি জাহিদ হাসান, সাধারণ সম্পাদক হাসিবুল হাসান, সিনিয়র সহ-সভাপতি মো. সাব্বির হোসেন শান্ত, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম বুলবুল এবং সাংগঠনিক সম্পাদক মো. আলীসহ নেতাসহ অনেকে।

মানববন্ধনে নোবিপ্রবি ছাত্রদলের নেতৃবৃন্দ বলেন, বিশ্ববিদ্যালয়ে নির্দিষ্ট সংখ্যক ছাত্রলীগ ও ফ্যাসিস্ট আওয়ামীপন্থী শিক্ষক-কর্মকর্তাদের পুনর্বহাল ও পদায়নের চেষ্টা চলছে, আমরা তার তীব্র প্রতিবাদ জানাই।

বক্তারা আরো বলেন, বিশ্ববিদ্যালয়ে দলীয় বিবেচনায় শিক্ষক-কর্মকর্তা নিয়োগ ও পদায়ন বিশ্ববিদ্যালয়ের স্বচ্ছতা ও জবাবদিহিতার পরিপন্থি। যারা বিগত বছরগুলোতে বিশ্ববিদ্যালয়ে অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত ছিল তাদের দ্রুত সময়ের মধ্যে আইনের আওতায় আনার দাবি জানাই।

'আল্লামা ইকবালের চেতনা ছিল ধর্ম ও সংস্কৃতির সমন্বয়ে জাতি গঠন'

নিষিদ্ধ আ.লীগের নাশকতার প্রতিবাদে বিক্ষোভ কুবিতে

জবি ছাত্রদলের পক্ষ থেকে ছাত্রী হলে উপহার

নিষিদ্ধ ছাত্রলীগের নাশকতার প্রতিবাদে বিক্ষোভে উত্তাল ঢাবি

নিষিদ্ধ আ.লীগের নাশকতার বিরুদ্ধে ইবিতে বিক্ষোভ

ফ্যাসিবাদী দিনলিপি নিয়ে ঢাবিতে প্রামাণ্যচিত্র প্রদর্শনী

আগামীকাল থেকে জকসু নির্বাচনের মনোনয়নপত্র বিতরণ

শেষ হলো জবিতে ছাত্রিসংস্থার হিজাব বিতরণ কর্মসূচি

চিরকুটে ‘আমি খুব করে বাচঁতে চেয়েছি’ লিখে রাবি শিক্ষার্থীর আত্মহত্যা

ঢাবির বিভিন্ন ফটকে তালা দিলো নিষিদ্ধ ছাত্রলীগ, নিরাপত্তা নিয়ে শঙ্কিত শিক্ষার্থীরা