হোম > ফিচার > ক্যাম্পাস

ব্রাকসুর ভোট গ্রহণ ৫ দিন এগিয়ে ২৪ ডিসেম্বর

প্রতিনিধি, বেরোবি

রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (ব্রাকসু) ও হল সংসদে নির্বাচন উৎসবমুখর ও অংশগ্রহণমূলক করার লক্ষ্যে ২৯ ডিসেম্বরের পরিবর্তে পাঁচ দিন এগিয়ে আগামী ২৪ ডিসেম্বর অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে নির্বাচন কমিশন।

বৃহস্পতিবা রাত ৮ টায় এক বিজ্ঞপ্তির মাধ্যমে নির্বাচনের নতুন তারিখ জানান প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. মো. শাহজামান।

পুনঃতফসিল ঘোষণার সময় ব্রাকসুর প্রধান নির্বাচন কমিশনারসহ উপস্থিত ছিলেন- কমিশনার সহযোগী অধ্যাপক মো. আমির শরীফ, সহযোগী অধ্যাপক মো. মাসুদ রানা, সহযোগী অধ্যাপক ড. প্রদীপ কুমার সরকার এবং সহযোগী অধ্যাপক মো. হাসান আলী।

নির্বাচন কমিশনের পুনঃতফসিলে জানানো হয়, ১৮ নভেম্বর আচরণবিধি (প্রস্তাবিত) সিন্ডিকেট সভাপতি বরাবর প্রেরণ। শনিবার ২২ নভেম্বর নির্বাচনের খসড়া ভোটার তালিকা প্রকাশ করা হবে। ভোটার তালিকার বিষয়ে আপত্তি ২৪ নভেম্বর ভোটার তালিকায় আপত্তি গ্রহণ ও নিষ্পত্তি জানানোর শেষ তারিখ। এরপর ২৬ নভেম্বর চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ এবং ২৭ নভেম্বর থেকে ১ ডিসেম্বর সকাল ১০টা হতে বিকাল ৪টা পর্যন্ত মনোনয়নপত্র বিতরণ, ২ ও ৩ ডিসেম্বর ডোপ টেস্ট রিপোর্টসহ মনোনয়নপত্র দাখিল করতে হবে। তফসিল অনুযায়ী ৪ ও ৬ ডিসেম্বর মনোনয়নপত্র বাছাই ও ৭ ডিসেম্বর প্রার্থীদের প্রাথমিক তালিকা প্রকাশ এরপর ৮ ডিসেম্বর প্রাথমিক তালিকা সম্পর্কে প্রার্থীদের আপত্তি গ্রহণ ও নিষ্পত্তি, প্রার্থীরা ৯ ডিসেম্বর সকাল ১১ টা হতে বিকাল ৪টা পর্যন্ত মনোনয়নপত্র প্রত্যাহার করতে পারবেন। এরপর ১০ ডিসেম্বর প্রার্থীদের চূড়ান্ত তালিকা প্রকাশ। সবশেষ ২৪ ডিসেম্বর ভোট গ্রহণ সকাল ৯ টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত ব্রাকসু ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। একই দিনে ভোট গণনা শেষে ফলাফল ঘোষণা করা হবে‌।

প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. মো. শাহজামান বলেন, পূর্বে ঘোষিত তারিখের ঠিক আগে টানা তিনদিন সরকারি ছুটি থাকায় ভোটার উপস্থিতি ও অংশগ্রহণ ব্যাহত হওয়ার আশঙ্কা তৈরি হয়। তাই ব্রাকসু নির্বাচনকে আরও অংশগ্রহণমূলক, স্বচ্ছ ও সুষ্ঠু করতে ব্রাকসু নির্বাচনের ভোট গ্রহণের তারিখ পুনঃনির্ধারণ করা হয়েছে।

উল্লেখ্য, দীর্ঘ আন্দোলনের পর গত ২৮ অক্টোবর বিশ্ববিদ্যালয় আইনে শিক্ষার্থী সংসদের বিধি যুক্ত হয়। ৪ নভেম্বর গঠিত কমিশনের প্রধান নির্বাচন কমিশনার দায়িত্ব গ্রহণের আগেই পদত্যাগ করলে ১১ নভেম্বর জরুরি সিন্ডিকেট সভায় নতুন কমিশন গঠন করা হয়। তফসিল না আসায় শিক্ষার্থীরা ১৭ নভেম্বর ২৪ ঘণ্টার আল্টিমেটাম দেন এবং মঙ্গলবার সকাল থেকে প্রশাসনিক ভবনের সামনে অবস্থান কর্মসূচি চালান। অবশেষে ১৮ অক্টোবর রাতে তফসিল ঘোষণা করেন নির্বাচন কমিশন।

হাবিপ্রবির ২য় সমাবর্তন, সম্মাননা স্মারক না পাওয়ায় ক্ষোভে প্রাক্তনরা

তারেক রহমানের ৬১তম জন্মদিন উপলক্ষে ঢাকা কলেজ ছাত্রদলের শীতবস্ত্র বিতরণ

ডাকসু নেত্রীর বাড়িতে আগুন, ককটেল বিস্ফোরণ

জকসু নির্বাচন: ৯ ডিসেম্বর থেকে ‘উন্মুক্ত লাইব্রেরি’ বন্ধ

রাবিতে ভর্তি পরীক্ষার আবেদন শুরু কাল

ছেলে বাম জোটের এজিএস প্রার্থী, বাবা নির্বাচনি দায়িত্বে

কেন্দ্রীয় ও হল সংসদে ২৪৯ জনের মনোনয়ন জমা, চলছে যাচাই-বাছাই

জুলাই আন্দোলনে গুলিবিদ্ধ অনিকের সম্মানে পদ খালি রাখলো ছাত্রশক্তি

হাসিনার ফাঁসির রায়ে ঢাবিতে ‘ভূরিভোজ’

ছাত্রদলের প্যানেল ঘোষণা পর বিক্ষোভ, সমর্থন জানিয়ে বিদ্রোহীদের প্রত্যাহার