শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) কেন্দ্রীয় ছাত্র সংসদ (শাকসু) ও হল সংসদ নির্বাচন নিয়ে চলমান অস্থিরতার প্রেক্ষাপটে নির্বাচন কমিশনের সঙ্গে বৈঠক করেছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এম সরওয়ারউদ্দিন চৌধুরী। এ সময় নির্বাচন কমিশন থেকে তিনটি শর্তে লিখিত দেওয়ার জন্য বলা হয়েছে প্রার্থীদের, তবেই শাকসু হবে বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। কিন্তু শিক্ষার্থীরা তা প্রত্যাখ্যান করে আন্দোলন অব্যাহত রেখেছেন।
জানা গেছে, মঙ্গলবার (১৩ জানুয়ারি ) সন্ধ্যায় ঢাকায় প্রধান নির্বাচন কমিশন কার্যালয়ে প্রধান নির্বাচন কমিশনার এম এম নাসির উদ্দিনসহ ফুল কমিশন সভায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অংশ নেন।
সভায় শাকসু নির্বাচন-সংক্রান্ত সার্বিক পরিস্থিতি ও উদ্ভূত জটিলতা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। তিনটি শর্তে লিখিত দিলে ২০ জানুয়ারি শাকসু নির্বাচন হবে। শর্তগুলো হলো— নির্বাচনকালীন কোনো অকারেন্স হবে না, আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হবে না, জাতীয় নির্বাচনে প্রভাব ফেলবে না— প্রার্থীদের এই শর্তগুলোর ওপরে লিখিত স্বাক্ষর করতে হবে। তবেই শাকসু করতে বাধা থাকবে না।
কিন্তু বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তা প্রত্যাখ্যান করে প্রশাসনিক ভবনের সামনে আন্দোলন অব্যাহত রেখেছেন। একই সঙ্গে তারা দাবি জানিয়েছেন, বিনা শর্তে আজকেই ঘোষণা করতে হবে আগামী ২০ তারিখে শাকসু নির্বাচন অনুষ্ঠিত হবে। তবেই তারা আন্দোলন প্রত্যাহার করবেন।
এসআই