অরোরা সব সময়ই স্বপ্নদর্শীদের প্রতীক হিসেবে পরিচিত। এই ভাবনাকে কেন্দ্র করেই অপো নিয়ে এসেছে এক নতুন ডিজাইন দর্শন, যা শুধু দেখার জন্য নয়—অনুভব করার জন্য। ড্যান্সিং অরোরা ডিজাইন গতিশীলতা, রূপান্তর ও অন্তর্নিহিত দীপ্তিকে তুলে ধরতে শিগগির উন্মোচন হতে যাচ্ছে অপো রেনো ১৫ সিরিজ ফাইভজি। ফোনটি প্রযুক্তির ব্যাপক ব্যবহার থাকলেও আলাদা করে চোখে পড়ে না, বরং শৈল্পিকতায় মিশে থাকে।
ইন্ডাস্ট্রিতে এই প্রথমবার অরোরার মনোমুগ্ধকর আলোকচ্ছটার এক টেক্সচার ফোনের পেছনের কভারকে প্রাণবন্ত করে তুলেছে। হাতে ফোন নড়লেই আলো-ছায়ার খেলা বদলে যায়। কোণের সামান্য পরিবর্তনেই ফুটে ওঠে ভিন্ন ভিন্ন রূপ—কখনো শান্ত ও স্নিগ্ধ, কখনো সাহসী ও দীপ্তিমান। মানুষের আবেগের মতোই এটি কখনো স্থির থাকে না।
প্রতিটি মুহূর্ত আলাদা আর সেই পরিবর্তনশীলতাই এর শক্তি—ব্যক্তিত্ব ও আত্মপ্রকাশের প্রতিফলন। আরো বিস্তৃত হয়েছে ইন্ডাস্ট্রি-পাইওনিয়ারিং ডাইনামিক হলো ক্যামেরা ডেকো ডিজাইনে। প্রথমবারের মতো ইন্টিগ্রেটেড কোল্ড-কার্ভড গ্লাসের ডেকোরেটিভ ফিল্মে ব্যবহৃত হয়েছে মোজাইক ধাঁচের আদলে। ভেতরে থাকা ডিপ স্পার্কল লেন্স টেক্সচার মোজাইককে আরো উজ্জ্বল করে তুলেছে আর প্রান্তে খোদাই করা বর্গাকার রিং আলো প্রতিফলিত করে তৈরি করেছে দৃষ্টিনন্দন গভীরতা।