হোম > ফিচার > সাহিত্য সাময়িকী

মোহাম্মদ ঘোরী ও পৃথ্বীরাজের লড়াই

শাহাদাৎ সরকার

সাংবাদিক ও গবেষক সরদার আবদুল রহমান রচিত ‘মোহাম্মদ ঘোরী ও পৃথ্বীরাজের লড়াই’ ইতিহাসপ্রিয় পাঠকের মনোযোগ আকর্ষণ করার মতো বই। এতে পরপর দুবার সংগঠিত তরাইনের যুদ্ধের প্রেক্ষাপট, ফলাফল ও তৎকালীন আর্থ-সামাজিক বিষয় নিয়ে আলোচনা করেছেন লেখক। ইতিহাসের নানা বৈচিত্র্যে ভরপুর ভারতের ইতিহাস। রাজনৈতিক, সামরিক, সামাজিক, সাংস্কৃতিক আর ঐতিহাসিকতায় সমৃদ্ধ এক সাম্রাজ্যের পরিচিতি বহন করে চলেছে। তারই একটি অংশ হয়ে আছে আফগানিস্তান থেকে আগত অভিযাত্রী মোহাম্মদ ঘোরী ও ভারতের রাজপুত বীর পৃথ্বীরাজের লড়াই।

পৃথ্বীরাজ ৩য় পরিচিত ছিলেন পৃথ্বীরাজ চৌহান বা রাই পিথোরা নামে। তাকে শ্রেষ্ঠ রাজপুত শাসকদের একজন বলে মনে করা হয়। তিনি চৌহান রাজবংশের বিখ্যাত শাসক, যিনি একটি ঐতিহ্যবাহী চাহামান অঞ্চলকে শাসন করেছিলেন। তিনি বর্তমান রাজস্থান, উত্তর প্রদেশ, দিল্লি, হরিয়ানা, মধ্যপ্রদেশ ও পাঞ্জাবের কিছু অংশ নিয়ন্ত্রণ করতেন। যদিও তিনি আজমীরকে তার রাজধানী হিসেবে রেখেছিলেন। কিংবদন্তি অনুসারে অনেক লোক তাকে ভারতের রাজনৈতিক কেন্দ্র দিল্লির রাজা হিসেবে বর্ণনা করে।

অন্যদিকে মোহাম্মদ ঘোরী ছিলেন পার্সিয়ান বংশোদ্ভূত মুসলিম। তাকে মুসলিম ও ভারতীয় ইতিহাসের শ্রেষ্ঠ সেনাপতিদের একজন বলেও বিবেচনা করা হয়। যদিও তিনি অনেক যুদ্ধে পরাজিত হন, তবে তিনি কখনোই বিজয় থেকে বিচ্ছিন্ন হননি। অতঃপর তিনি একটি বিশাল সাম্রাজ্য প্রতিষ্ঠা করার গৌরব অর্জন করেন। একজন বুদ্ধিমান জেনারেল হিসেবে পরিচিত ছিলেন তিনি। একজন দক্ষ প্রশাসক হওয়ার কারণে মোহাম্মদ বুঝতে পেরেছিলেন, রাজত্বের জন্য তার কেবল দক্ষ দরবারিদের প্রয়োজন ছিল না, তার উত্তরাধিকারী হওয়ার জন্য এবং তার প্রত্যাবর্তনের পর সাম্রাজ্যের নিয়ন্ত্রণ নিতে কিছু নিকটতম সহযোগীরও প্রয়োজন হবে। সে মোতাবেক তিনি কুতুবউদ্দীন আইবেকের মতো নেতৃত্ব তৈরি করেন, যা সত্যিকার অর্থে ভারতে ঘোরীর শূন্যস্থান পূরণ করে।

মোহাম্মদ ঘোরীর ভারত অভিযান কেবল পৃথ্বীরাজ চৌহানকে পরাজিত করার জন্যই বিখ্যাত হয়ে নেই—ভারতে সুপ্রতিষ্ঠিত হিন্দু শাসনব্যবস্থার অবসান ঘটানোর একটি বিরাট উপলক্ষ হয়ে আছে। সেইসঙ্গে যেই যুদ্ধের মধ্য দিয়ে এই জয়-পরাজয়ের ফয়সালা হয়েছিল, সেই তরাইনের যুদ্ধও পৃথিবীর ইতিহাসে বিখ্যাত রণকৌশলের উদাহরণ হয়ে আছে।

এ গ্রন্থে এগারশ খ্রিষ্টাব্দের শেষ দিকে ভারতের রাজনৈতিক ও সামরিক ইতিহাসে যে বৈপ্লবিক পরিবর্তন সূচিত হয়, তার ইতিবৃত্তও তুলে ধরছেন লেখক। ফলে এটি নিছক একটি সমর-বিবরণী হিসেবে নয়, সামাজিক পরিবর্তনের ইঙ্গিতগুলো এতে পরিস্ফুটিত হয়েছে। বইটি ইতিহাসপ্রিয় পাঠকদের পাশাপাশি সাধারণ পাঠকের চাহিদা পূরণ করবে বলে আমাদের বিশ্বাস।

মোহাম্মদ ঘোরী ও পৃথ্বীরাজের লড়াই

সরদার আবদুর রহমান

প্রকাশক : দিব্যপ্রকাশ

প্রচ্ছদ : হাসানুল বান্না

মূল্য : ৩৫০ টাকা

তকদির

দৃষ্টির কারিগর

মসজিদে কুরতুবা

রাষ্ট্রক্ষমতা, মাতৃরূপ ও রাজনৈতিক নৈতিকতার কাব্যিক দলিল

কুরতুবা থেকে ঢাকা, ইকবালের অসমাপ্ত জিহাদ

যেভাবে বেড়ে উঠি (পঞ্চম পর্ব)

যেই ডিলিউশন সত্য

প্রাচীন ভারত থেকে আধুনিক দুনিয়ায়

তরুণ কবি আরফান হোসাইন রাফির নতুন কাব্যগ্রন্থ ‘সুদিন ফিরে আসছে’

বাবুইর ৩০০ শব্দের গল্প প্রতিযোগিতায় পুরস্কার পেলেন তরুণ ৫ লেখক