হোম > ফিচার > সাহিত্য সাময়িকী

ডাকসু নিয়ে গ্যাঞ্জাম করতে আসিনি, প্রশ্ন করতে এসেছি: মেঘমাল্লার বসু

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনকে ‘অনিয়মপূর্ণ’ আখ্যা দিয়ে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন সভাপতি মেঘমাল্লার বসু বলেছেন, আমরা এখানে গ্যাঞ্জাম করতে আসিনি, ঝামেলা করতে আসিনি। আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনকে প্রশ্ন করতে এসেছি। কিন্তু প্রশাসন আমাদের অভিযোগগুলো আমলে নিচ্ছে না। তারা পক্ষপাতদুষ্ট আচরণ করছে।

বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) দুপুরে বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে এক সংবাদ সম্মেলনে ১২ দফা অনিয়ম ও অসঙ্গতির অভিযোগ তুলে ধরে এসব কথা বলেন তিনি।

সংবাদ সম্মেলনে তিনি বলেন, ৯ সেপ্টেম্বর অনুষ্ঠিত ডাকসু ও হল সংসদ নির্বাচনে নীলক্ষেতের একটি ছাপাখানায় বিপুলসংখ্যক অরক্ষিত ব্যালট পেপার দেখা যাওয়ার ঘটনায় প্রশাসনের কোনো নজরদারি ছিল না। পাশাপাশি টিএসসি সহ একাধিক কেন্দ্রে ভোটার উপস্থিতি ছাড়াই ভোটার তালিকায় স্বাক্ষর দেওয়া, নির্দিষ্ট প্যানেলের পক্ষে ব্যালট সরবরাহ, ব্যবহৃত ব্যালটে ক্রমিক নম্বর না থাকা, ছাপানো ও ফেরত ব্যালটের হিসাব প্রকাশ না করা, নকল ব্যালট ফাঁস, ওএমআর মেশিনে কারচুপি এবং সফটওয়্যারে ভোট অন্য প্রার্থীর নামে প্রদর্শনের অভিযোগ তোলা হয়।

এছাড়া ভোট গণনা-পরবর্তী সফটওয়্যার পরীক্ষায় ভোটার ও প্রার্থীদের উপস্থিত না রাখা, ভোটের আগের রাতে এজেন্ট তালিকা প্রকাশ করে প্রার্থীদের প্রস্তাবিত এজেন্ট বাদ দেওয়া, ভোটারদের আঙুলে অমোচনীয় কালি ব্যবহার না করা, একই ব্যক্তি একাধিকবার ভোট দেওয়া, ভোট গণনায় গড়িমসি, নির্দিষ্ট প্রার্থীর অবৈধ উপস্থিতি, এজেন্টদের বাইরে রাখা এবং অস্বচ্ছ ব্যালট বক্স ব্যবহারসহ নানা অনিয়মের অভিযোগও তুলে ধরেন ছাত্র ইউনিয়ন নেতারা।

সংবাদ সম্মেলনে প্রতিরোধ পর্ষদ প্যানেলের সাধারণ সম্পাদক (জিএস) প্রার্থী মেঘমাল্লার বসু বলেন, জুলাই-আগস্টের গণ-অভ্যুত্থানের পর থেকেই একটি বিশেষ মহল তাদের বিরুদ্ধে অপপ্রচার চালিয়েছে এবং নির্বাচনের দিন ভুয়া প্রেস-পাস ব্যবহারসহ নানা উপায়ে নির্বাচনকে প্রভাবিত করেছে।

তিনি অভিযোগ করে বলেন, প্রশাসনের পক্ষপাতদুষ্ট আচরণ ও দায়িত্বপ্রাপ্ত শিক্ষকদের ব্যর্থতার কারণে এসব অনিয়ম সমাধান হয়নি। এতে নির্বাচনী প্রক্রিয়াই প্রশ্নবিদ্ধ হয়ে পড়েছে।

মেঘমাল্লার বসু আরো বলেন, আমরা শিক্ষার্থীদের প্রতিশ্রুতি দিয়েছিলাম, জয়-পরাজয় যাই হোক, তাদের অধিকার ও স্বার্থ রক্ষায় লড়াই চালিয়ে যাব। সদ্য অনুষ্ঠিত নির্বাচনে শিক্ষার্থীদের প্রত্যাশিত ভোটাধিকার ব্যাহত হলেও আমরা আন্দোলন-সংগ্রামের পথেই আছি।

তরুণ কবি আরফান হোসাইন রাফির নতুন কাব্যগ্রন্থ ‘সুদিন ফিরে আসছে’

বাবুইর ৩০০ শব্দের গল্প প্রতিযোগিতায় পুরস্কার পেলেন তরুণ ৫ লেখক

১ ফেব্রুয়ারি থেকে বইমেলা আয়োজনের দাবিতে ১১ নভেম্বর সমাবেশ ও পদযাত্রা

বইয়ের পাতায় পাতায় দেড় দশকের নিপীড়নের ইতিহাস

আবদুল করিমের ১৫৪তম জন্মবার্ষিকী উপলক্ষে সেমিনার

জঙ্গি নাটক নিয়ে সাংবাদিক আবু সুফিয়ানের নতুন বই ‘ডার্ক ডকট্রিন’

আলেম-লেখকদের আগমনে প্রাণবন্ত পরিবেশ

নারীদের অংশগ্রহণে প্রাণবন্ত আন্তর্জাতিক ইসলামি বইমেলা

ডিসেম্বরে একুশে বইমেলা: ক্ষোভ ও শঙ্কায় প্রকাশকরা

নবীর জন্ম-ওফাত ও হিজরত নিয়ে ‘আল মাহী উল মুলক’