হোম > ফিচার > সাহিত্য সাময়িকী

ইসলামি বইমেলায় ‘এ সময় কেটে যাবে’

স্টাফ রিপোর্টার

সময় কঠিন হলেও মানুষ আশার আলো খোঁজে। বিশেষ করে অস্থিরতা, অনিশ্চয়তা আর হতাশার মুহূর্তে যখন নতুন প্রজন্ম বিভ্রান্ত, তখন একটুখানি আলোকিত দিকনির্দেশই তাদের সামনে এগিয়ে যেতে অনুপ্রাণিত করতে পারে। ঠিক এমন প্রেক্ষাপটে আইনজীবী ও লেখক রাহিল আবদুর রহমান লিখেছেন তার প্রথম বই ‘এ সময় কেটে যাবে’, যা পাঠকপ্রিয়তায় প্রকাশের আগেই আলোড়ন সৃষ্টি করেছে।

গত ৭ সেপ্টেম্বর সাবাহ পাবলিকেশন থেকে প্রকাশিত এই বইটি ঘোষণা হওয়ার পর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক সাড়া ফেলে। হাজারও পাঠক আগ্রহভরে প্রি-অর্ডার করেন বইটি। লেখক, সম্পাদক, পাঠকসহ বিভিন্ন শ্রেণির মানুষ বইটিকে স্বাগত জানান।

বইটি পাওয়া যাচ্ছে- ১৩ সেপ্টেম্বর থেকে শুরু হতে যাওয়া বায়তুল মুকাররম আন্তর্জাতিক ইসলামি বইমেলার ৮৮ নং স্টলে। এ ছাড়াও রকমারি, ওয়াফিলাইফসহ অনলাইন ও অফলাইনের বুকশপে পাওয়া যাচ্ছে বইটি।

প্রকাশক ও সম্পাদক সালমান মোহাম্মদ জানান, ২০২৪ সালের রক্তক্ষয়ী আন্দোলনের পরও জনগণ আশান্বিত হতে পারেনি। রাজনৈতিক দলগুলো উন্নয়ন ও অগ্রগতির কোনো স্পষ্ট রোডম্যাপ দেখাতে ব্যর্থ হয়েছে। অন্যদিকে বিশ্বজুড়ে চলছে অস্থিরতা, যুদ্ধ আর রক্তপাত। ঠিক এই সময়েই লেখক ইসলামের আলোকিত আদর্শের কথা স্মরণ করিয়ে দিয়েছেন কীভাবে একটি জাতি ও রাষ্ট্র উন্নতি ও মর্যাদায় এগিয়ে যেতে পারে।

বইয়ে লেখক শুধু আশার বাণীই দেননি, বরং অকপটে বলেছেন কেন আমরা পিছিয়ে আছি, উপনিবেশবাদী শক্তির কাছে কীভাবে এখনো বন্দি হয়ে আছি। তাঁর ভাষা ঝরঝরে, কৌতূহল উদ্দীপক এবং সহজবোধ্য। তথ্য, ব্যঙ্গ, মিম, ইতিহাস ও দার্শনিক বিশ্লেষণের সমন্বয়ে তিনি উপস্থাপন করেছেন বাস্তবতা ও সমাধানের ইসলামিক দৃষ্টিভঙ্গি।

এক যুগেরও বেশি সময় ধরে রাহিল আবদুর রহমান সমাজের অসংগতি, রাজনীতি ও ভূরাজনীতির জটিলতা নিয়ে লিখছেন। তাঁর লেখনীর বৈশিষ্ট্য হলো চিন্তাশীল পাঠককে ভাবতে শেখানো, হতাশায় নিমজ্জিত তরুণদের আশা দেওয়া এবং উম্মাহকে বিজয়ের স্বপ্ন দেখানো। সবশেষে একটাই বার্তা দিয়েছেন: “এ সময় কেটে যাবে।”

তরুণ কবি আরফান হোসাইন রাফির নতুন কাব্যগ্রন্থ ‘সুদিন ফিরে আসছে’

বাবুইর ৩০০ শব্দের গল্প প্রতিযোগিতায় পুরস্কার পেলেন তরুণ ৫ লেখক

১ ফেব্রুয়ারি থেকে বইমেলা আয়োজনের দাবিতে ১১ নভেম্বর সমাবেশ ও পদযাত্রা

বইয়ের পাতায় পাতায় দেড় দশকের নিপীড়নের ইতিহাস

আবদুল করিমের ১৫৪তম জন্মবার্ষিকী উপলক্ষে সেমিনার

জঙ্গি নাটক নিয়ে সাংবাদিক আবু সুফিয়ানের নতুন বই ‘ডার্ক ডকট্রিন’

ডাকসু নিয়ে গ্যাঞ্জাম করতে আসিনি, প্রশ্ন করতে এসেছি: মেঘমাল্লার বসু

আলেম-লেখকদের আগমনে প্রাণবন্ত পরিবেশ

নারীদের অংশগ্রহণে প্রাণবন্ত আন্তর্জাতিক ইসলামি বইমেলা

ডিসেম্বরে একুশে বইমেলা: ক্ষোভ ও শঙ্কায় প্রকাশকরা