হোম > জাতীয়

যুক্তরাষ্ট্র থেকে জাহাজ কিনছে বাংলাদেশ, ব্যয় কত কোটি?

আমার দেশ অনলাইন

যুক্তরাষ্ট্র থেকে ৫৫-৬৬ হাজার ডিডব্লিউটি ক্ষমতাসম্পন্ন দুটি বাল্ক ক্যারিয়ার জাহাজ কিনতে যাচ্ছে বাংলাদেশ। হেলেনিক ড্রাই বাল্ক ভেঞ্চারস এলএলসি থেকে জাহাজ দুটি কিনতে ব্যয় হবে ৯৩৫ কোটি ৭১ লাখ ৫৬ হাজার টাকা।

মঙ্গলবার সচিবালয়ে অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমদের সভাপতিত্বে সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে এ অনুমোদন দেওয়া হয়।

‘দুটি প্রতিটি ৫৫-৬৬ হাজার ডিডব্লিউটি সম্পন্ন বাল্ক ক্যারিয়ার জাহাজ অর্জন’ প্রকল্পের আওতায় এক ধাপ দুই খাম পদ্ধতিতে দরপত্র আহ্বান করা হলে তিনটি প্রতিষ্ঠান প্রস্তাব জমা দেয়। এর মধ্যে দুটি প্রস্তাব কারিগরিভাবে গ্রহণযোগ্য বিবেচিত হয়।

সব প্রক্রিয়া শেষে টেন্ডার ইভ্যালুয়েশন কমিটির সুপারিশে যুক্তরাষ্ট্রের হেলেনিক ড্রাই বাল্ক ভেঞ্চারস এলএলসি-কে রেসপনসিভ সর্বনিম্ন দরদাতা হিসেবে নির্বাচিত করা হয়। প্রতিষ্ঠানটি থেকে ৭৬.৬৯৮ মিলিয়ন মার্কিন ডলারে জাহাজ দুটি কেনা হবে, যা বাংলাদেশি মুদ্রায় ৯৩৫ কোটি ৭১ লাখ ৫৬ হাজার টাকা। রাষ্ট্রায়ত্ব বাংলাদেশ শিপিং কর্পোরেশন নিজস্ব অর্থায়নে এ ক্রয় সম্পন্ন করবে।

এদিন অর্থ উপদেষ্টার সভাপতিত্বে অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকও অনুষ্ঠিত হয়। এতে বিশ্বব্যাংকের অর্থায়নে বিআইডব্লিউটিএর বাস্তবায়নাধীন ‘বাংলাদেশ আঞ্চলিক অভ্যন্তরীণ নৌপরিবহন প্রকল্প-১’ -এর আওতায় কয়েকটি প্যাকেজের অবশিষ্ট কাজ সরকারি ক্রয় পদ্ধতিতে সম্পাদনের অনুমোদন দেওয়া হয়।

আজ রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করবেন সিইসি

হাসিনা আমলের ভয়াবহতা কাটলেও থামেনি হেফাজতে মৃত্যু

অনানুষ্ঠানিক শ্রমিকদের অধিকাংশই স্বীকৃতির বাইরে: প্রাণিসম্পদ উপদেষ্টা

জাতিসংঘের তথ্য সমাজ সম্মেলন পর্যালোচনার সদস্য হলেন বজলুর রহমান

বাংলাদেশে সংস্কার ততটুকুই হবে যতটুকু আমলাতন্ত্র চায়

উপদেষ্টা আসিফ মাহমুদের পদত্যাগ আজ

১১ মাসে ১০ লক্ষাধিক জনশক্তি রপ্তানি

মানবাধিকার কমিশনের অধীনে হবে ‘জাতীয় প্রতিরোধ ব্যবস্থা বিভাগ’

অননুমোদিত হ্যান্ডসেট বন্ধের সিদ্ধান্তে অটল বিটিআরসি

চট্টগ্রাম বন্দরে বৃহস্পতিবার থেকে সব রপ্তানি কার্যক্রম বন্ধ