রাজধানীর ধানমন্ডি ও বনানীতে পৃথক ঘটনায় দুই অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (২২ অক্টোবর) ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে তাদের ময়নাতদন্ত সম্পন্ন হয়।
মঙ্গলবার (২১ অক্টোবর) সকালে লাশ দুটি উদ্ধার করা হয়। এর মধ্যে ধানমন্ডি লেক থেকে এক অজ্ঞাত যুবকের (আনুমানিক ২৫) ভাসমান লাশ এবং বনানী এলিভেটেড এক্সপ্রেসওয়ে সড়কের পাশ থেকে অন্য এক অজ্ঞাত যুবকের (আনুমানিক ২৩) লাশ উদ্ধার করা হয়।
আইনি প্রক্রিয়া শেষে সংশ্লিষ্ট থানা পুলিশ লাশ দুটি ময়নাতদন্তের জন্য ঢামেক মর্গে পাঠায়।
ঢাকা বিমানবন্দর রেলওয়ে পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) বজলুর রশিদ জানান, বনানীর ঘটনাস্থল থেকে উদ্ধার হওয়া যুবকের মাথা ও শরীরের বিভিন্ন স্থানে গুরুতর জখমের চিহ্ন ছিল। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ঢাকাগামী রংপুর এক্সপ্রেসের চলন্ত ট্রেন থেকে পড়ে তার মৃত্যু হয়েছে। অজ্ঞাত এই যুবকের বয়স আনুমানিক ২৩ বছর। মৃতের ডান হাতে ট্যাটু লাগানো ছিল। তার পরিচয় এখনও নিশ্চিত হওয়া যায়নি।
অপরদিকে, ধানমন্ডি থানার উপ-পরিদর্শক (এসআই) মো. মাহমুদুল হাসান জানান, একই দিন সকালে ধানমন্ডি লেকের পানশি রেস্টুরেন্টের পেছন থেকে অজ্ঞাত এক যুবকের (আনুমানিক ২৫) ভাসমান মরদেহ উদ্ধার করা হয়।
পুলিশের ধারণা, ওই যুবক পানিতে পড়ে মারা গেছেন। আইনি প্রক্রিয়া শেষে মরদেহটি ঢামেক মর্গে পাঠানো হয়।
পুলিশ জানিয়েছে, ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর সঠিক কারণ নিশ্চিত হওয়া যাবে। এছাড়াও অন্য কোনো কারণ রয়েছে কি-না, তা খতিয়ে দেখা হচ্ছে।