ময়মনসিংহ নগরীতে ল্যাম্পপোস্ট চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই যুবকের মৃত্যু হয়েছে। সোমবার (১৯ জানুয়ারি) বিকাল সাড়ে ৪টার দিকে নগরীর জিলা স্কুল হোস্টেল মাঠে এ মর্মান্তিক ঘটনা ঘটে।
নিহতদের একজন নগরীর মাদ্রাসা কোয়ার্টার এলাকার সেলিম মিয়ার ছেলে হৃদয় মিয়া (২৭)। তিনি পেশায় মাছ বিক্রেতা ছিলেন। অপর নিহত যুবকের নাম রাকিব মিয়া। তবে তার বিস্তারিত পরিচয় এখনো নিশ্চিত করতে পারেনি পুলিশ।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, জিলা স্কুল হোস্টেল মাঠের একটি পরিত্যক্ত টিনশেডের পেছনে থাকা একটি অকেজো ল্যাম্পপোস্ট করাত দিয়ে কাটার সময় পাশের বৈদ্যুতিক তারের সংস্পর্শে রাকিব বিদ্যুৎস্পৃষ্ট হন। এতে ঘটনাস্থলেই তিনি গুরুতরভাবে ঝলসে যান। বিষয়টি দেখে তাকে বাঁচাতে এগিয়ে গেলে হৃদয় মিয়াও বিদ্যুৎস্পৃষ্ট হন।
স্থানীয় লোকজন ঘটনাটি টের পেয়ে দ্রুত দু’জনকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক দু’জনকেই মৃত ঘোষণা করেন।
ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) নজরুল ইসলাম বিদ্যুৎস্পৃষ্টে দুই যুবকের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। তবে মরদেহ হস্তান্তর নিয়ে নিহতদের স্বজনদের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়েছে এবং তারা চিৎকার-চেঁচামেচি করছেন। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানান তিনি।