হোম > জাতীয়

রোমে ২৬২ যাত্রীসহ আটকা বিমানের ড্রিমলাইনার

ডানার ফ্ল্যাপ বিকল

স্টাফ রিপোর্টার

ইতালির রোমে যান্ত্রিক ত্রুটির কারণে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ঢাকাগামী ফ্লাইট (বিজি ৩৫৬) বাতিল হয়েছে। স্থানীয় সময় গতকাল সন্ধ্যা ৭টা ২০ মিনিটে লিওনার্দো দা ভিঞ্চি ফিউমিসিনো বিমানবন্দর থেকে উড্ডয়নের কথা থাকলেও শেষ মুহূর্তে বোয়িং-৭৮৭ ড্রিমলাইনারের ডানার ফ্ল্যাপ বিকল হয়ে পড়ে।

বিমানের প্রকৌশল বিভাগ জানায়, যাত্রীরা উড়োজাহাজে ওঠার পর পাইলটের চূড়ান্ত পরীক্ষায় ফ্ল্যাপ কাজ না করার বিষয়টি ধরা পড়ে। তাৎক্ষণিকভাবে যাত্রীদের জানানো হয় এবং উড্ডয়ন বাতিল করা হয়। তিন ঘণ্টা অপেক্ষার পর যাত্রীদের হোটেলে নেওয়া হয়।

ফ্লাইটটিতে মোট ২৬২ জন যাত্রী ছিলেন—এর মধ্যে ১৫ জন বিজনেস ক্লাসের এবং ২৪৭ জন ইকোনমি ক্লাসের। যাত্রী ও ক্রু সবাই বর্তমানে হোটেলে অবস্থান করছেন।

বিমানের জনসংযোগ বিভাগের জিএম এ বি এম রওশন কবীর জানান, ফ্ল্যাপ মেরামতের জন্য প্রয়োজনীয় যন্ত্রাংশ লন্ডন থেকে পাঠানো হচ্ছে, যা বাংলাদেশ সময় আজ সন্ধ্যায় রোমে পৌঁছাবে। ত্রুটি সারানো হলে একই উড়োজাহাজে যাত্রীদের দেশে আনা হবে; বিকল্প ফ্লাইটের ব্যবস্থা নেই।

এর আগে সাম্প্রতিক সময়ে যান্ত্রিক ত্রুটির কারণে থাইল্যান্ডগামী একটি ফ্লাইট মিয়ানমারের আকাশ থেকে ফিরে আসে এবং দুবাইগামী আরেকটি ফ্লাইট মাঝ আকাশ থেকে ঢাকায় ফিরে আসে।

এটিইউ প্রধানের সঙ্গে এফবিআই প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ

খাদ্যদূষণ নিয়ে প্রধান উপদেষ্টার উদ্বেগ

নির্বাচনের পরে আজারবাইজান ঢাকায় দূতাবাস খুলবে

এএফএমসির ১৮তম ‘কাউন্সিল অব দ্য কলেজ’ সভায় সেনাপ্রধান

এপিআই নীতিকে শীর্ষে অগ্রাধিকার দিতে প্রধান উপদেষ্টাকে চিঠি

বাড়ল সয়াবিন তেলের দাম

দুর্নীতির বিরুদ্ধে অন্তর্বর্তী সরকার কঠোর হতে পারেনি: টিআইবি পরিচালক

চাঁদাবাজীর মামলায় ‘নওরোজ’ সম্পাদক শামসুল হক কারাগারে

তফসিল ঘোষণার ২ দিনের মধ্যে পোস্টার না সরালে ব্যবস্থা

এক ঘণ্টা বাড়ল ভোটের সময়