হোম > অন্যান্য

পুরান ঢাকায় ২ দিনব্যাপী রূপায়ণ প্রোপার্টি মেলা

নিজস্ব প্রতিবেদক

পুরান ঢাকার বংশালে শুরু হলো দুই দিনব্যাপী রূপায়ণ প্রোপার্টি মেলা। সোমবার থেকে শুরু হওয়া মেলাটি শেষ হবে মঙ্গলবার।

পুরান ঢাকার গ্রাহকদের হাতের নাগালে সেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যে মেলার আয়োজন করা হয়েছে বলে জানিয়েছেন প্রতিষ্ঠানটির কর্মকর্তারা।

মেলার প্রথম দিনেই প্লট এবং ফ্ল্যাট ক্রেতাদের উপস্থিতিতে মুখরিত হয়ে উঠে মেলা প্রাঙ্গণ।

বংশালের আল-রাজ্জাক হোটেলে মেলাটির উদ্বোধন করেন রূপায়ণ গ্রুপের হেড অফ অপারেশন ও এসবিইউ হেড শওকত আহমেদ।

এ সময় আরও উপস্থিত ছিলেন ডেপুটি জেনালের ম্যানেজার (সেলস্) আলী বাহাদুর, সিনিয়র ম্যানেজার (সেলস) হাসিবুল হক এবং ম্যানেজার তানভির জুবায়ের প্রমুখ।

আয়োজকরা বলছেন, মেলাটি উদ্বোধনের পরপরই সাধারণ মানুষ তাদের পছন্দের প্লট ও ফ্ল্যাট কেনার জন্য আসতে থাকেন। ফ্ল্যাটের পাশাপাশি এই মেলায় প্লটের প্রতি আলাদা আকর্ষণ ছিলো দর্শনার্থীদের। রূপায়ণের বিভিন্ন প্রকল্পের প্লট ও ফ্ল্যাট কেনার ব্যাপারে নানা তথ্য জানতে চেয়েছেন তারা।

কর্মকর্তারা বলছেন, পুরাণ ঢাকার মানুষজন যাতে সহজেই রূপায়ণ গ্রুপের বিভিন্ন প্রকল্পের ফ্ল্যাট এবং প্লট সম্পর্কে জানতে পারে এবং পছন্দের প্লট-ফ্ল্যাট বুকিং দিতে পারে এ জন্যই মেলাটির আয়োজ করা হয়েছে। মেলার শেষদিনে দর্শনার্থী ও ক্রেতাদের সংখ্যা আরও বাড়বে বলে প্রত্যাশা করেন তারা।

মেলায় এসে আদি লেনের বাসিন্দা ফাহমিদা খানম নামের এক অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা বলেন, প্লট-ফ্ল্যাটের অনেক মেলাগুলো গুলশান-বনানী বা নতুন ঢাকা কেন্দ্রিক হয়। আমাদের ইচ্ছা থাকলেও যেতে পারিনা। কিন্তু রূপায়ণ বংশালে এই মেলার আয়োজন করায় আমরা খুব আনন্দিত। পুরান ঢাকায় এ ধরণের মেলা বেশি বেশি আয়োজন করা প্রয়োজন।

তিনি বলেন, মূলত আমার কয়েকজন কলিগ কিছু প্লট নিতে চাচ্ছি। এখনে বিভিন্ন প্রকল্পের প্লট সম্পর্কে জানলাম। সবার সঙ্গে আলাপ আলোচনা করে আমরা সিদ্ধান্ত নেব।

রূপায়ণ সিটিতে ‘মাইন্ডফুল গজল নাইট’

মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ও পাকিস্তানের ইনস্টিটিউট অব পলিসি স্টাডিজের মধ্যে চুক্তি

ডিএনসিসি ও আইসিটি ডিভিশনের সমঝোতা স্মারক সই

প্রকাশিত সংবাদের প্রতিবাদ

সাবেক চেয়ারম্যান আলাউদ্দিন তালুকদারের মৃত্যুতে লন্ডন বাংলা প্রেস ক্লাবের শোক

পিডিবির সাবেক তত্ত্বাবধায়ক প্রকৌশলী লুৎফে রব্বানীর মৃত্যু

এফইজেবির সভাপতি হলেন মোস্তফা কামাল, সম্পাদক হাসান হাফিজ

ভাসানচরের ৩ হাজার অসহায় পরিবারে আল-মারকাজুল ইসলামীর খাদ্য সহায়তা

আন্তর্জাতিক যুব দিবস আজ

আ. লীগের অপরাধ আড়াল করায় সিটিজেন ইনিশিয়েটিভের নিন্দা